This Article is From Jul 28, 2018

16 বছর পর পাকিস্তানে ভোটাধিকার পেল অমুসলিমরা, একটি আসনে জয়লাভ এক হিন্দুর

পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রথম হিন্দু প্রার্থী হিসাবে জয়ী হলেন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)’র মহেশ কুমার মালানি।

16 বছর পর পাকিস্তানে ভোটাধিকার পেল অমুসলিমরা, একটি আসনে জয়লাভ এক হিন্দুর

2013 সালের পর প্রথম অ-মুসলিম সদস্য হলেন তিনি পাকিস্তান পার্লামেন্টের।

ইসলামাবাদ:

পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রথম হিন্দু প্রার্থী হিসাবে জয়ী হলেন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)’র মহেশ কুমার মালানি। 16 বছর বাদে কোনও অ-মুসলিম পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রার্থী হয়ে দাঁড়ানোর সুযোগ পেল। পাকিস্তানের সংবাদপত্র ‘দ্য ডন’-এর প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ন্যাশনাল অ্যাসেম্বলির থরপরকার-2 কেন্দ্র থেকে মোট চোদ্দজন প্রার্থীকে হারিয়ে জয়ী হন মহেশ মালানি।

তিনি ভোট পান 1,06,630’টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্র্যান্ড ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের আরবাব জাকাউল্লা পান 87,251’টি ভোট। প্রায় উনিশ হাজার ভোটে হেরে যান তিনি।

পাকিস্তান পিপলস পার্টির হয়ে সংরক্ষিত আসন থেকে 2003-08 পর্যন্ত পাকিস্তানি হিন্দু রাজস্তানী পুশকর্ণ ব্রাহ্মণ রাজনীতিবিদ মহেশ মেলানি পাকিস্তানের পার্লামেন্টের সদস্য হয়েছিলেন।

সিন্ধ অ্যাসেম্বলির থরপরকার-3 থেকে 2013 সালে নির্বাচনে জিতে মহেশ মালানি প্রভিনশিয়াল অ্যাসেম্বলির প্রথম অ-মুসলিম সদস্য হন।

গত সরকারের আমলে একাধিক স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন তিনি।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.