This Article is From Aug 05, 2019

১৯৭৫ সালে ‘জরুরি অবস্থা’ ঘোষণার মতো: ৩৭০ ধারা বাতিল প্রসঙ্গে ঐতিহাসিক রামচন্দ্র গুহ

Kashmir Article 370: তিনি বলেন, ‘‘এটা গণতন্ত্র নয়। এটা স্বেচ্ছাচার। নিরাপত্তাহীন শাসক, যাঁর সঠিক বিতর্কের সাহস নেই সংসদের ভিতরে বা বাইরে।’’

১৯৭৫ সালে ‘জরুরি অবস্থা’ ঘোষণার মতো: ৩৭০ ধারা বাতিল প্রসঙ্গে ঐতিহাসিক রামচন্দ্র গুহ

রামচন্দ্র গুহ জানালেন, ‘‘রাষ্ট্রপতি কোবিন্দ ফকরুদ্দিন আলি আহমেদের মতো কাজ করলেন।’’

বেঙ্গালুরু:

ঐতিহাসিক রামচন্দ্র গুহ (Ramachandra Guha) সোমবার জানালেন, সোমবার ৩৭০ ধারা (Article 370) রদে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নির্দেশনামার সঙ্গে তুলনীয় ১৯৭৫ সালে ‘জরুরি অবস্থা' ঘোষণার সময়ে তৎকালীন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলিআহমেদের পদক্ষেপের। তিনি বলেন, ‘‘রাষ্ট্রপতি কোবিন্দ ফকরুদ্দিন আলি আহমেদের মতো কাজ করলেন।'' তিনি বলেন, ‘‘এটা গণতন্ত্র নয়। এটা স্বেচ্ছাচার। মানসিক অসুস্থের কাজ। নিরাপত্তাহীন শাসক, যাঁর সঠিক বিতর্কের সাহস নেই সংসদের ভিতরে বা বাইরে।''

‘‘ঐতিহাসিক ভুল সংশোধিত হল'': ৩৭০ ধারা বাতিলের পরে জানালেন অরুণ জেটলি

তিনি বেশ কয়েকটি টুইট করেন। একটিতে বলেন, ‘‘একটা সোজা প্রশ্ন: কেমন করে একটা গোটা রাজ্যকে বন্ধ করে ও প্রাক্তন মুখ্যমন্ত্রীদের আটক করে একটি চরম সিদ্ধান্ত নেওয়ার কথা আগে আপনারা ভাবলেন যা রাজ্যটি ও তার মানুষকে প্রভাবিত করবে?'' 

‘‘অশুভ'': ৩৭০ ধারা বাতিলের পর কেন্দ্রের নিন্দায় মেহবুবা মুফতি

সংবিধানের ৩৭০ ধারা, যার দৌলতে জম্মু ও কাশ্মীর পেয়েছিল ‘স্পেশাল স্ট্যাটাস', তা সোমবার বাতিল হল রাষ্ট্রপতির এক নির্দেশনামার মাধ্যমে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দেন, অবিলম্বে এটি কার্যকর হল।

সোমবার সংসদে এব্যাপারে ঘোষণা করেন অমিত শাহ। তিনি রাষ্ট্রপতির নির্দেশনামা পড়ে শোনান।

এছাড়াও অমিত শাহ আরও একটি বিল পেশ করেন, যাতে বলা আছে জম্মু ও কাশ্মীর ‘পুনর্গঠিত' হবে। রাজ্যটি দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হবে— একটি জম্মু ও কাশ্মীরে, অন্যটি লাদাখে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.