This Article is From Dec 30, 2019

"ঐতিহাসিক গুরুত্বের" কথা শুনুন, সিএএ'র প্রচারে সদগুরুর ভিডিও টুইট প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত ওয়েবসাইট থেকে যে টুইটার পরিচালিত হয় তাতেও একটা সিএএ-পন্থী বার্তা আছে

সিএএ'র সমর্থনে প্রচার করতে এবার আধ্যাত্মিক গুরু জাগ্গি বাসুদেবের শরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নয়াদিল্লি:

সিএএ'র সমর্থনে প্রচার করতে এবার আধ্যাত্মিক গুরু জাগ্গি বাসুদেবের শরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তিনি নিজের টুইটার পেজে ওই আধ্যাত্মিক গুরুর একটা ইউ টিউব ভিডিও পোস্ট করেন। যে ভিডিওতে সিএএ'র পক্ষে কিছু কথা বলেছেন সদগুরু জাগ্গি বাসুদেব। সেই ভিডিও পোস্ট করে তিনি লেখেন, "শুনুন কী সুন্দরভাবে সদগুরুজি সিএএ'র সমর্থনে কথা বলেছেন। এদেশের ঐতিহাসিক সংস্কৃতি, গুরুত্ব এবং ভ্রাতৃত্ব বোধকে তুলে ধরেছেন তিনি। দেশব্যাপী যে মিথ্যা রটছে তাঁর বিরুদ্ধাচারণ করেছেন সদগুরুজি।"  হ্যাশট্যাগইন্ডিয়াসাপোর্টসসিএএ ( #IndiaSupportsCAA) ব্যানারে এমন দাবি করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত ওয়েবসাইট থেকে যে টুইটার পরিচালিত হয় তাতেও একটা সিএএ-পন্থী বার্তা আছে। যেখানে বলা, কারও নাগরিকত্ব কাড়তে না বরং ধর্মের ভিত্তিতে বিতাড়িত  এবং উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে এই আইন। ওই হ্যাশট্যাগ বার্তায় আরও বলা, 'সিএএ'র সমর্থনে এগিয়ে আসুন। নমো অ্যাপসে গিয়ে পছন্দসই বিষয় দেখে-শুনে, তার ব্যাপক প্রচার করে গোটা দেশে ছড়িয়ে দিন।'

.