This Article is From Mar 21, 2019

মোদির গুজরাটে এবার আবির বা রঙ নয়, টমেটোর ছুঁড়েই দোল ‘লা টম্যাটিনা’

La Tomatina festival Holi 2019: আহমেদাবাদের মানুষ এবার সবজি দিয়ে দোল খেলতে চাইলেন বেশিই। রঙ খেলার পছন্দসই বিকল্প হিসেবে তাঁরা তুলে নিয়েছেন লাল লাল টমেটো

মোদির গুজরাটে এবার আবির বা রঙ নয়, টমেটোর ছুঁড়েই দোল ‘লা টম্যাটিনা’

Holi 2019: আহমেদাবাদে একে অপরকে টমেটো ছুঁড়ে পালিত হল লা টম্যাটিনা হোলি

আহমেদাবাদ:

লা টম্যাটিনা মনে আছে? তা মনে না থাকলেও ‘জিন্দগি না মিলেগি দোবারা' তো মনে আছে নিশ্চয়ই? নরেন্দ্র মোদির গুজরাটের আহমেদাবাদে এবার হোলির বদলে পালিত হল স্প্যানিশ উত্সব লা টম্যাটিনা (La Tomatina festival)। দলে দলে মানুষ একে অপরের দিকে আবির বা রঙ নয়, টমেটো ছুড়েই দোল খেললেন। আবির বা জলভরা বেলুন ঐতিহ্যগতভাবে দোলে রঙ খেলা উদযাপনের জন্য ব্যবহৃত হয়। অবশ্য কাঁচা ডিম, না উঠতে চাওয়া রঙ বা কাদা দিয়েও খেলা নতুন কিছু নয়। কিন্তু আহমেদাবাদের মানুষ এবার সবজি দিয়ে দোল খেলতে চাইলেন বেশিই। রঙ খেলার পছন্দসই বিকল্প হিসেবে তাঁরা তুলে নিলেন লাল লাল টমেটো। তারপর, ঠিক সিনেমায় যেমনটা দেখেছিলেন, এঁকে অপরের দিকে অজস্ত্র টমেটো ছুঁড়ে, সেই টমেটোর লাল রস মেখে চলল হুটোপুটি (Spanish festival of La Tomatina Ahmedabad)। 

জ্বলন্ত কয়লার উপর খালি পায়ে হেঁটে দোল পালন করাই সুরাটের এই গ্রামের রেওয়াজ

চোখে দেখলে খানিকের জন্য মনেই হবে লা টম্যাটিনা (La Tomatina festival) উত্সবেই রয়েছেন আপনি। ১৯৪৫ সাল থেকে স্প্যানিশ শহর বুনোলে (Spanish town of Bunol) অনুষ্ঠিত হয়ে আসছে এই বিশেষ উৎসব। ২০১১ সালের ‘জিন্দেগি না মিলেগি দোবারা' (Zindagi Na Milegi Dobara) চলচ্চিত্রে এই উৎসব দেখানোর পরে ভারতীয়দের মধ্যে তা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। জোয়া আখতার পরিচালিত এই সিনেমায় হৃত্বিক রোশন, ফারহান আখতার, অভয় দেওল ও ক্যাটরিনা কাইফকে টমেটো ছোঁড়ার উৎসবে সামিল হতে দেখা যায়। হৃত্বিক, ফারহান, অভয় ও ক্যাটরিনা কাইফের উপর ‘এক জুনুন' (পেইন্ট ইট রেড) গানটির দৃশ্যায়ণ হয়। 

২০১৮-র থেকে এবছর বেশি অসুখী ভারতীয়রা, সুখী দেশের বিচারে সাত ধাপ নেমে ১৪০-এ ভারত

এই বিশেষ উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দও তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। নরেন্দ্র মোদি টুইটে বলেছেন, “আনন্দ ও সৌহার্দ্যের এই উৎসব ঐক্য এবং শুভ ইচ্ছার রঙকেই শক্তিশালী করবে।” রাষ্ট্রপতি এক বিবৃতিতে বলেন, “দোলের এই আনন্দ উৎসব উপলক্ষে, আমি ভারত ও বিদেশের সকল নাগরিকদের শুভেচ্ছা জানাচ্ছি। এই উত্সব বসন্তের উদযাপন এবং সৌহার্দ্যের উদযাপন। রঙ আমাদের সকল পরিবারে এবং আমাদের সমাজে ইতিবাচক শক্তি নিয়ে আসুক।”

.