This Article is From Mar 19, 2019

মথুরার রাধারানির মন্দিরে আজ ‘লাড্ডু হোলি’! দেখে নিন বিশেষ কিছু ছবি

ছোট ছোট প্যাকেটে লাড্ডু ভরে তা ছুঁড়ে দেওয়া হয় ভক্তদের।

মথুরার রাধারানির মন্দিরে আজ ‘লাড্ডু হোলি’! দেখে নিন বিশেষ কিছু ছবি

লাড্ডু হোলির বিশেষ কিছু ছবি

বারসানা:

মথুরার বারসানাতে আজ পালিত হচ্ছে অন্য এক দোল উৎসব। মথুরার ভক্তরা এঁকে লাড্ডু হোলি (Laddu Holi) নামেই ডাকে। দেশ-বিদেশ থেকে আসা লক্ষ লক্ষ ভক্ত রাধারানির মন্দিরে এই বিশেষ হোলিতে অংশ নেন। আবিরের সঙ্গে হাজার হাজার টন লাড্ডু ছুঁড়ে হোলি খেলা হয়। ছোট ছোট প্যাকেটে লাড্ডু ভরে তা ছুঁড়ে দেওয়া হয় ভক্তদের। বারসানার লাডলি জি মন্দিরের এই হোলিতে মন্দিরে উপস্থিত সেবায়েতরা ভক্তদের দিকে লাড্ডু ছুঁড়ে দেন প্রথমে, আবার ভক্তরা সেই লাড্ডু নিয়ে এঁকে অপরের দিকে ছুঁড়ে দেন। এর পরে আবির দিয়ে রঙের হোলিও খেলা হয়। মনে করা হয় যে, শ্রীকৃষ্ণ ও তাঁর নন্দগ্রামের সখারা মিলে বারসানাতে হোলি খেলার আমন্ত্রণ গ্রহণ করেন। সেই দিন লাড্ডু দিয়েই হোলি খেলা হয়েছিল। 

গণধর্ষণ করে ১২ বছরের কিশোরীর মুন্ডু কেটে ফেলে দিল নিজের কাকা ও ভাইরা

এই বিশেষ হোলিতে ভক্তরা এঁকে অপরকে রঙের সঙ্গে সঙ্গে লাড্ডু ছুঁড়েও হোলি খেলেন, টানা দুই দিন ধরে চলতে থাকে এই উৎসব। এখানে দেখুন বারসানা বিশেষ এই লাড্ডু হোলির ছবি...

এই বছর ২১ মার্চ সারা দেশে পালিত হবে দোল উৎসব। হোলিকা দহন পালিত হবে ২০ মার্চ। 

রাত ২টোয় শপথ নিলেন গোয়ার নতুন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত: ১০ টি তথ্য

9vjcunjo

লাড্ডুর হরির লুঠ করছেন ভক্তরা

 

h2t6203o

প্যাকেটে মুড়ে দেওয়া হচ্ছে লাড্ডু

 

51rota98

আবির ছড়াচ্ছেন ভক্তরা

 

aggupk08

ভক্তদের ভিড়ের মধ্যেই ছুঁড়ে দেওয়া হচ্ছে লাড্ডু

 

41ifr62

Laddu Holi ভীষণই বিখ্যাত

 

c1gr4dm

লাড্ডুও এবং রঙের সঙ্গে পাল্লা দিয়ে চলে নাচ গান

.