2020 Calendar Holidays: উইকেন্ড প্ল্যান ভাবছেন নাকি?
হাইলাইটস
- সবচেয়ে বেশি ছুটি অগাস্টে
- উইকেন্ড হোক বা বড় ট্রিপ, সারতেই পারেন ছুটি দেখে
- দেখে নিন নতুন বছরের ছুটির তালিকা
নয়াদিল্লি: ২০১৯ সাল শেষ হতে আর ২৩ দিন বাকি। নতুন একটা বছর ২০২০, গুটিগুটি পায়ে প্রায় এসে হাজির। নতুন বছরের ক্যালেন্ডার পেলেই ছুটির দিন দেখার অভ্যাস এখনও সকলেরই মধ্যে অল্পবিস্তর রয়েছে। যদি আপনিও ২০২০ সালে আগাম ছুটির দিনগুলি দেখে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে এখনই দেখে নিন অফিস, কলেজ, স্কুল বাঁচিয়ে কীভাবে ঘুরতে পারবেন নতুন বছরে।
জানুয়ারি
জানুয়ারি মাসে বেশিরভাগ ছুটি বুধবার। নতুন বছরের প্রথম দিনটিই বুধবার। জানুয়ারিতে মকর সংক্রান্তি ১৫ জানুয়ারি বুধবার)। এইবার ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস রবিবার, তাই অতিরিক্ত ছুটি নেই। বসন্ত পঞ্চমী ২৯ জানুয়ারি বুধবার।
ফেব্রুয়ারি
২৪ ফেব্রুয়ারি শিবরাত্রি।
ফুলগুলো সব কোথায় গেল! সারা দেশ থেকে নিখোঁজ ৩.১৮ লাখ শিশু, পশ্চিমবঙ্গে কত?
মার্চ
মার্চ মাসে মাত্র ২ খানা ছুটি। দোল উৎসব এইবার পড়েছে ১০ মার্চ মঙ্গলবার।
এপ্রিল
রাম নবমী ২ এপ্রিল বৃহস্পতিবার। ৬ এপ্রিল সোমবার মহাবীর জয়ন্তী। আপনি যদি ছুটির জন্য প্ল্যান করেন তবে ১০ এপ্রিল থেকে ১৩ এপ্রিলের কথা ভাবতে পারেন। ১০ এপ্রিল গুড ফ্রাইডে। ১২ তারিখ রবিবার ইস্টার। ১৩ এপ্রিল সোমবার বৈশাখী। ১৫ এপ্রিল নববর্ষ।
মে
মে দিবস অর্থাৎ ১ মে পড়েছে শুক্রবার। ৭ মে বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার ছুটির দিন। ২৫ মে সোমবার ইদ-উল-ফিতর। অর্থাৎ ২৪ এবং ২৫ মে কোনও ছুটি প্ল্যান করতে পারেন।
Viral Video: চিতাকে তিতিবিরক্ত করে মারছে হরিণ ছানা! লড়াইয়ে শেষ হাসি কার?
জুন
২৩ জুন, মঙ্গলবার জগন্নাথের রথযাত্রা।
অগাস্ট
অগাস্ট মাসে ছুটির দিন সবচেয়ে বেশি। মাসের শুরুই হচ্ছে বকরি ইদ দিয়ে, শনিবার। মাঝে রবিবার ছুটির দিন, আর ৩ অগাস্ট সোমবার রয়েছে রাখিবন্ধন। সুতরাং ১ থেকে ৩ অগাস্টের মধ্যে ছুটির পরিকল্পনা করতেই পারেন। জন্মাষ্টমী পড়েছে ১২ অগাস্ট বুধবার। স্বাধীনতা দিবস শনিবার। সুতরাং ১৫-১৬ অগাস্ট উইকেন্ড প্ল্যান করতেই পারেন। আবার ২২ আগস্ট শনিবার পড়েছে গণেশ চতুর্থী। ৩০ আগস্ট রবিবার মহরম এবং ৩১ অগাস্ট ওনাম।
অক্টোবর
অক্টোবরে গান্ধি জয়ন্তীও শুক্রবারেই। দশমী পড়ছে রবিবার ২৫ অক্টোবর।
নভেম্বর
এইবার দীপাবলি পড়েছে ১৪ নভেম্বর শনিবার। সুতরাং ১৪ এবং ১৫ নভেম্বর ছুটির প্ল্যান করতেই পারেন। ২৯ এবং ৩০ নভেম্বরও ছুটির পরিকল্পনা করতে পারেন। ৩০ নভেম্বর গুরু নানক জয়ন্তী।
ডিসেম্বর
২০২০ সালে খ্রিস্টমাসও পড়েছে শুক্রবার।
Click for more
trending news