তাঁর বুধবারের কেরল সফর বাতিল করে দিয়েছেন অমিত শাহ। (ফাইল)
হাইলাইটস
- আইপিএস অফিসার এসএন শ্রীবাস্তব ছিলেন ওই তৃতীয় বৈঠকে
- তাঁকে মঙ্গলবার বিশেষ পুলিশ কমিশনার নিয়োগ করা হয়েছে
- শান্তি ফেরাতে সকলের কাছে আর্জি জানিয়েছে দিল্লি পুলিশ
নয়াদিল্লি: উত্তর-পূর্ব দিল্লিতে ছড়িয়ে পড়া হিংসার (Delhi Clashes) ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ (Amit Shah) গত ২৪ ঘণ্টায় তাঁর তৃতীয় বৈঠকটি করলেন। ওই বৈঠকে ছিলেন আইপিএস অফিসার এসএন শ্রীবাস্তব (SN Srivastava)। মঙ্গলবার তাঁকে বিশেষ পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়। ওই বৈঠকের আগে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির লেফটেন্যান্ট অনিল বৈজল, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক, কংগ্রেস নেতা সুভাষ চোপড়া, বিজেপির মনোজ তিওয়ারি ও রামবীর বিধুরির সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে অমিত শাহ রাজনৈতিক নেতাদের কাছে আর্জি জানান, রাজনীতির ঊর্ধ্বে উঠে পরিস্থিতিকে সামলানোর প্রয়াস করার জন্য। সংবাদ সংস্থা এএনআই একথা জানিয়েছে।
এরপর রাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল পুলিশের ডেপুটি কমিশনারের দফতরে এসে পরিস্থিতির খোঁজ নেন। এদিকে তাঁর বুধবারের কেরল সফর বাতিল করে দিয়েছেন অমিত শাহ।
দিল্লিতে সংঘর্ষে মৃত ১৩ জন, সিবিএসই পরীক্ষা স্থগিত ক্ষতিগ্রস্ত এলাকায়: ১০টি তথ্য
মঙ্গলবার উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। আহত ১৫০-রও বেশি। চলেছে লুঠপাট। আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়ি ও গাড়িতে। গত রবিবার থেকে শুরু হওয়ার হিংসার ঘটনায় বিধ্বস্ত ওই সব এলাকার বিভিন্ন রাস্তা বাড়ির ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে। যত্রতত্র পড়ে রয়েছে ভাঙা কাচ ও পাথরের টুকরো।
১ মার্চ শহিদ মিনারে অমিত শাহের জনসভায় সম্মতি কলকাতা পুলিশের
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রক বলেছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যদিও একের পর এক মৃত্যুর খবর মিলছিল। এই পরিস্থিতিতে হিংসা থামাতে সেনা মোতায়েনের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে জানানো হয়েছিল ঘটনাস্থলে যথেষ্ট পরিমাণে আধা সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
দিল্লি পুলিশের তরফে এক টুইটে জানানো হয়েছে, তাদের তরফে পরিস্থিতি স্বাভাবিক করতে সব রকম প্রচেষ্টা করা হয়েছে। পাশাপাশি এলাকায় দুষ্কৃতীদের আনাগোনার প্রতিও কড়া নজর রাখা হয়েছে। শান্তি ফেরাতে সকলের কাছে আর্জি জানিয়েছে দিল্লি পুলিশ।