This Article is From Sep 20, 2019

করের হার কমানোর ফলে ভারতের বাজার আরও চাঙ্গা হবে, জানালেন অমিত

কর্পোরেট করের হার (corporate tax cut) কমানোর সিদ্ধান্তের ফলে দেশের বাজারের প্রতি বড় বিনিয়োগকারীরা আরও উৎসাহী হবেন বলে জানান অমিত।

করের হার কমানোর ফলে ভারতের বাজার আরও চাঙ্গা হবে, জানালেন অমিত

অমিত শাহ (Amit Shah) জানিয়ে দিলেন, সরকার ভারতকে বিরাট উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।

নয়াদিল্লি:

শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) জানিয়ে দিলেন, নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার ভারতকে বিরাট উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। কর্পোরেট করের হার (corporate tax cut) কমানোর সিদ্ধান্তের ফলে দেশের বাজারের প্রতি বড় বিনিয়োগকারীরা আরও উৎসাহী হবেন বলে জানান অমিত। তিনি এও বলেন, কর্পোরেট কর কমানোর দাবি বহুদিনের। এতদিনে সেটা বাস্তব হল। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী টুইট করে জানান, ‘‘ নরেন্দ্র মোদি সরকার ভারতকে বিরাট উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ এবং এই সিদ্ধান্তের সঙ্গে বিদেশি বিনিয়োগ সংক্রান্ত আগের ঘোষণার ফলে এই লক্ষ্যে অনেক দূর এগিয়ে যাবে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে অভিনন্দন জানাই এমন ঘোষণা করার জন্য।''

Corporate Tax Cut: চাঙ্গা শেয়ার বাজার, সেনসেক্স ও নিফটির দুরন্ত গতি, জানুন ১০ তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এই পদক্ষেপের ফলে ভারতের কর্পোরেটরা বিশ্ববাজারের প্রতিযোগিতায় লড়তে পারবেন এবং দেশের বাজারের প্রতি বড় বিনিয়োগকারীরা আরও উৎসাহী হবেন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গোয়ায় এক সাংবাদিক সম্মেলনে বলেন যে নতুন কর্পোরেট করের হার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫.২ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এতে সমস্ত সারচার্জ অন্তর্ভুক্ত রয়েছে।

অর্থমন্ত্রী জানান, সবমিলিয়ে মোট ১.৪৫ লক্ষ কোটি টাকা প্রতি বছর রাজকোষ থেকে ব্যয় হবে। এর ফলে অর্থনৈতিক সঙ্কট দূর হবে।

.