This Article is From Jul 09, 2019

গানের কথা “অশ্লীল” ,পাঞ্জাব পুলিশের কোপে পপ গায়ক হানি সিং

বেশ কয়েকটি ধারায় গায়কের বিরুদ্ধে মামলা দায়ের করল পাঞ্জাবের মোহালি জেলার মাতাউর থানা, গানটি নিষিদ্ধ ঘোষণার আবেদন মহিলা কমিশনের

Advertisement
অল ইন্ডিয়া

নতুন গানে অশ্লীল শব্দ ব্যবহার করে পুলিশের কোপে হানি সিং

চণ্ডীগড়:

নিজের সাম্প্রতিক গানের কথায় মহিলাদের উদ্দেশ্য করে “অশ্লীল”  শব্দ (vulgar lyrics) ব্যবহার করা হয়েছে এই অভিযোগে পপ গায়ক হানি সিং (Honey Singh) ও গানের প্রযোজক ভূষণ কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পাঞ্জাব পুলিশ (Punjab police)। পাঞ্জাবের রাজ্য মহিলা কমিশন হানি সিংয়ের ওই নতুন গানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানায়। তাঁদের অভিযোগ গানটিতে মহিলাদের উদ্দেশ্য করে “অশ্লীল”  শব্দ ব্যবহার করা হয়েছে।মহিলা কমিশনের এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই গায়ক হানি সিং ও প্রযোজক ভূষণ কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পাঞ্জাবের মোহালি জেলার মাতাউর থানা।ভারতীয় সংবিধানের ২৯৪(অশ্লীল গান এবং কাজের জন্য নির্ধারিত শাস্তি) এবং ৫০৯ ধারা (মহিলাদের প্রতি অশ্লীল শব্দ, অঙ্গভঙ্গি করার জন্য নির্ধারিত শাস্তি) একটি মহিলার শালীনতা অপমান করার উদ্দেশ্যে অনুযায়ী হানি সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের (case registered) করা হয়েছে বলে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন মোহালির সিনিয়র সুপারিটেনডেন্ট অফ পুলিশ হরচরণ সিং ভুল্লার।

রণভীর সিংয়ের সঙ্গে মিশেই কি বদলে গেল কপিল দেবের লুক? কী বললেন শরিব হাসমি?

পাশাপাশি তথ্য-প্রযুক্তি আইন ২০০০ অনুসারে ওই পপ গায়কের বিরুদ্ধে ৬৭ ধারা (বৈদ্যুতিন মাধ্যমে অশ্লীল শব্দ ব্যবহার বা প্রেরণ করার শাস্তি) এবং প্রায় ওই একই ধারায় নারীদের প্রতি অশোভন ব্যবহার (নিষিদ্ধ) আইন, ১৯৮৬,-এও মাম

Advertisement

এর আগে, মহিলা প্যানেলের চেয়ারপার্সন মণীষা গুলাটি লিখিত ভাবে রাজ্যের স্বরাষ্ট্র সচিব, পাঞ্জাব পুলিশের মহানির্দেশক এবং অপরাধ দমন শাখায় পুলিশের মহানির্দেশককে চিঠি লিখে গায়ক হানি সিংয়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।

“আমরা ওই গায়কের “মাখনা” গানে ব্যবহৃত মহিলাদের জন্যে যথেষ্ট অপমানসূচক অশ্লীল শব্দের প্রতিবাদ জানিয়ে গায়কের বিরুদ্ধে পুলিশকে এফআইআর দায়েরের অনুরোধ জানিয়েছি”,বলেন গুলাটি।

Advertisement

অন্তর্বাস সংস্থা খুললেন সানি! বললেন, 'কে, কী বলল তাতে আমার কী?'

আপাতত আগামী ১২ জুলাইয়ের মধ্যে এই মামলার একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

গুলাটি বলেন, নারীর বিরুদ্ধে আপত্তিজনক শব্দ ব্যবহার করে তৈরি এই গানটি নিষিদ্ধ করা উচিত।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement