This Article is From Dec 17, 2019

তাপপ্রবাহে গলছে শীতের দেশ! গাড়ির তাপেই সেদ্ধ মাংস...

গরম এতটাই বেশি যে গাড়ির ভেতর পর্যন্ত উত্তপ্ত হয়ে উঠছে মারাত্মক ভাবে। আর সেই তাপে দিব্য মাংস রান্না করে ফেললেন Stu Pengelly!

তাপপ্রবাহে গলছে শীতের দেশ! গাড়ির তাপেই সেদ্ধ মাংস...

গাড়ির গরমেই সেদ্ধ মাংস!

পার্থ:

কোথায় বরফের চাদরে মুখ ঢেকে শীতঘুম দেবে, বদলে তাপপ্রবাহে ঘামছে Australia-র মতো শীত দেশ! গরম এতটাই বেশি যে গাড়ির ভেতর পর্যন্ত উত্তপ্ত হয়ে উঠছে মারাত্মক ভাবে। আর সেই তাপে দিব্য মাংস রান্না করে ফেললেন Stu Pengelly! এতটা সময় লাগলেও মাংস তো সেদ্ধ হয়েছে! এই আনন্দেই বিভোর স্টু। রান্না করা মাংস কেটে দু'ভাগ করে দেখিয়েওছেন ছবিতে। 

Viral Pics: পাওয়ের পুর গুলাব জামুন! মুখে পুরবেন?

মাংস রান্নার সময় কত তাপমাত্রা ছিল গাড়ির ভেতরে? স্টু জানিয়েছেন, ৮১ ডিগ্রি সেলসিয়াস! বেলা তখন ১টা। স্টু-এর এই পোস্ট দেকে অনেকেই ভীষণ মজার মন্তব্য করেছেন। বলেছেন, তাঁরাও এরকম তাপপ্রবাহে রান্নার ছবি দেবেন। কিন্তু স্টু বলছেন অন্য কথা। মজার বদলে তিনি সাবধান করেছেন সবাইকে। সতর্ক করেছেন ওই সময়ে কেউ বাচ্চা বা পোষ্যকে যেন গাড়ির মধ্যে না রাখেন। এমনি দামি জিনিসও না।

গলছে বরফ, বদলাচ্ছে পৃথিবী...শেষের সেদিন সামনেই?

ভরা শীতেও অস্ট্রেলিয়ায় এরকম তাপপ্রবাহ চলছে চলতি মাসে। গত ১০ দিন ধরে পার্থের তাপমাত্রা রয়েছে ৩৫ ডিগ্রির ওপর। জানিয়েছেন সেদেশের আবহাওয়াবিদেরা।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)Click for more trending news


.