This Article is From Jan 19, 2019

সমাবেশের আগে টুইট করে নেতা এবং দলীয় কর্মীদের স্বাগত জানালেন মমতা

দীর্ঘ দিন ধরেই বিজেপি বিরোধী জোট তৈরি করতে তৎপর মুখ্যমন্ত্রী। এর আগে একাধিকবার  দিল্লি গিয়ে বিরোধী দলের নেতাদের সঙ্গে  বৈঠক করেছেন তিনি

সমাবেশের আগে টুইট করে নেতা এবং দলীয় কর্মীদের স্বাগত জানালেন মমতা

আজকের এই মঞ্চ থেকে শক্তিশালী এবং প্রগতিশীল ভারত নির্মাণের সঙ্কল্প নেওয়া হবেঃ মমতা

হাইলাইটস

  • দলীয় সমাবেশের আগে সাত সকালে টুইট করলেন মুখ্যমন্ত্রী
  • তিনি লেখেন রাজ্যে আসা জাতীয় নেতাদের আমি স্বাগত জানাই
  • মঞ্চ থেকে শক্তিশালী এবং প্রগতিশীল ভারত নির্মাণের সঙ্কল্প নেওয়া হবে:মমতা
কলকাতা:

দলীয় সমাবেশের আগে  সাত সকালে টুইট  করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে তিনি লেখেন আর কয়েক ঘণ্টার মধ্যেই ব্রিগেডের ঐতিহাসিক সমাবেশ শুরু হতে চলেছে। রাজ্যে আসা জাতীয় নেতাদের আমি স্বাগত জানাই। একই সঙ্গে  লাখ লাখ মানুষ এসে পৌঁছেছেন। তাঁদেরও অভিনন্দন জানাই। আজকের এই মঞ্চ থেকে শক্তিশালী এবং প্রগতিশীল ভারত নির্মাণের সঙ্কল্প নেওয়া হবে। দু'দিন আগে  ব্রিগেডে সভার প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে  বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, এই ব্রিগেড থেকেই ১৯ জানুয়ারি বিজেপি শুনবে মৃত্যুর ঘন্টাধ্বনি।  বিজেপির আসনসংখ্যা কিছুতেই ১২৫'এর বেশি হবে না। যদি পায়, সেটাও অনেক বেশি। আঞ্চলিক দলগুলি বিজেপির থেকে অনেক বেশি আসনে জয়ী হবে।"আঞ্চলিক দলগুলিই এবারের সরকার গড়ায় বড় ভূমিকা নেবে। নির্বাচনের পরেই তা বোঝা যাবে"।

দীর্ঘ দিন ধরেই বিজেপি বিরোধী জোট তৈরি করতে তৎপর মুখ্যমন্ত্রী। এর আগে একাধিকবার  দিল্লি গিয়ে  বিরোধী দলের নেতাদের সঙ্গে  বৈঠক করেছেন তিনি। আর এবার সভার আয়োজন করলেন তৃণমূল সুপ্রিমো।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.