This Article is From Aug 15, 2018

বাড়ি এল গ্রেনেড, জানুন কী হল তারপর?

প্রিয় সারমেয়র সঙ্গে হাঁটতে গিয়েছিলেন মাঠে। ফেরার সময় দেখলেন মাঠের ধারে পড়ে একটি গ্রেনেড! দেখে মনে হল বেশ পুরনো।

বাড়ি এল গ্রেনেড, জানুন কী হল তারপর?

উটকো ঝামেলা বাধানোর জন্য লওরার প্রতিবেশীরা কি তাঁকে ক্ষমা করেছেন?       

প্রিয় সারমেয়র সঙ্গে হাঁটতে গিয়েছিলেন মাঠে। ফেরার সময় দেখলেন মাঠের ধারে পড়ে একটি গ্রেনেড! দেখে মনে হল বেশ পুরনো। আর তাই  প্রথমে পা দিয়ে  সরিয়ে দিলেন সেটা। তারপর হাতে করে নিয়ে এলেন বাড়িতে। বাড়ি নিয়ে আসার পর ছবিও তুললেন ব্রিটেনের বাসিন্দা  লওরা ইনগল! সঙ্গে সঙ্গে ফেসবুকে  পোস্ট হল ছবি। তলায় লেখা এটা কি গ্রেনেড?

 
 

এত কিছু হওয়ার পর তাঁর মনে হল এটা তাজাও হতে পারে! সেটার জন্য অবশ্য ফেসবুককেই ধন্যবাদ দিতে হবে। বন্ধুর বাড়িতে আস্ত একটা গ্রেনেড আছে দেখে অনেকেই  লেখেন সেটি আসল হতে পারে।

এরপর আর এক মুহূর্ত অপেক্ষা না করে খবর দেন পুলিশে। রকম সকম দেখে পুলিশ আধিকারিকের মনে হল, এই গ্রেনেড থেকে বিস্ফোরণ হলেও হতে পারে। আর তাই তিনি ডেকে পাঠালেন বম্ব স্কোয়াডকে। তারা এল। লওরার বাড়ি এবং আশপাশের সমস্ত বাড়ি খালিও করে দেওয়া হল। এত কিছুর পর বাড়ির বাইরে গেল গ্রেনেড! গোটা ব্যাপারটাই এখন ফেসবুকে  ট্রেডিং। অনেকেরই প্রশ্ন এমন উটকো ঝামেলা বাধানোর জন্য লওরার প্রতিবেশীরা কী তাঁকে ক্ষমা করেছেন?         

 

Click for more trending news


.