This Article is From Feb 03, 2019

"মুদ্রা যোজনার আওতায় কত চাকরি হয়েছে?" আরটিআই করেও এই প্রশ্নের জবাব পেল না এনডিটিভি

আরটিআই-এর প্রথম প্রশ্ন ছিল, মুদ্রা যোজনার মাধ্যমে কতগুলো চাকরি তৈরি হয়েছে এবং কী ভিত্তিতে সেই অঙ্কটা তৈরি করা হল?

২০১৫ সালে শুরু হয় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা

হাইলাইটস

  • এখনও পর্যন্ত সাড়ে ১৫ কোটির বেশি ঋণ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার
  • কত ঋণ দেওয়া হয়েছে তা নিয়েই কেবল উত্তর দেওয়া হয়েছে আরটিআই'তে
  • ২০১৫ সাল থেকে শুরু হয় মুদ্রা যোজনা প্রকল্প
নিউ দিল্লি:

তাঁর বাজেট বক্তৃতায় পীযুষ গোয়েল বলেছিলেন যে, যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা এবার চাকরি তৈরি করবেন। ২০১৫ সালে শুরু হওয়া প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার দিকে ইঙ্গিত করে এই কথা বলেছিলেন তিনি। সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের মাধ্যমে ছোট ব্যবসায়ীদের ঋণ দেওয়া হয়। কেন্দ্রের দাবি শুরু হওয়ার পর থেকে এই প্রকল্পের মাধ্যমে মোট ১৫.৫৬ কোটি ব্যক্তিকে ঋণ দেওয়া হয়েছে, যার পরিমাণ ৭.৩ লক্ষ কোটি টাকা। এই তথ্য সরকারিভাবে পেশ করা হয়েছিল। কিন্তু এই প্রকল্পের মাধ্যমে যে চাকরি তৈরির কথা বলা হয়েছে, তা কোথায় গেল? সেটার উত্তর নেই। ছোট, ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের ক্ষেত্রে কত কাজের ক্ষেত্র তৈরি হয়েছে তা জানার জন্য একটি আরটিআই করা হয়েছিল এনডিটিভি'র পক্ষ থেকে।

সেই আরটিআই-এর প্রথম প্রশ্ন ছিল, মুদ্রা যোজনার মাধ্যমে কতগুলো চাকরি তৈরি হয়েছে এবং কী ভিত্তিতে সেই অঙ্কটা তৈরি করা হল?

যদিও আরটিআই-র প্রতিক্রিয়ায় প্রথম প্রশ্নটিকে সম্পূর্ণ অগ্রাহ্য করা হয়। উত্তর দেওয়া হয় কেবল দ্বিতীয় ও তৃতীয় প্রশ্নটির। যে প্রশ্নগুলি ছিল কাজের ক্ষেত্রের বৃদ্ধি নিয়ে। যদিও তার জবাব দেওয়া হলেও কোনও তথ্য পেশ করা হয়নি।

fp75rblg

 

.