This Article is From Apr 07, 2020

হেয়ার ড্রায়ারে নেভালেন মোমবাতি, মুখোশ পরে কাটলেন কেক, ভাইরাল অভিনব জন্মদিন

এক ব্যক্তি মুখোশ পরে কেকের সামনে বসে আছেন। মোমবাতিটি ফুঁ দিয়ে নেভানোর বদলে নিভিয়েছেন হেয়ার ড্রাইয়ার দিয়ে!

হেয়ার ড্রায়ারে নেভালেন মোমবাতি, মুখোশ পরে কাটলেন কেক, ভাইরাল অভিনব জন্মদিন

লকডাউনে জন্মদিন পালন এভাবে!

করোনো ভাইরাস (CoronaVirus) এর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। স্বাস্থ্য আধিকারিকরা লোকদের বাড়িতে থাকতে বলেছেন। চিন, ইতালি, স্পেন ও ইরানের মতো দেশগুলির পরে এখন আমেরিকাও কাঁপছে করোনা ত্রাসে। ফলে, বাড়ছে সামাজিক দূরত্ব। চলছে লকডাউন (lockdown)।

'মেয়েকে কোলেও নিতে পারছি না!' দূর থেকে ভেজা চোখে তাকিয়ে পুলিশ অফিসার

এমন দুর্দিনেও কিন্তু থেমে নেই বিয়ে বা জন্মদিন পালন। সবাই এই বিশেষ দিনগুলো পালন করছেন একদম আলাদা স্টাইলে। সেই সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। টিকটকে করোনো ভাইরাসদের মধ্যে জন্মদিন উদযাপনের একটি ভিডিও ভাইরাল হচ্ছে (টিকটোক ভাইরাল ভিডিও), যা দেখে আপনিও হাসবেন।

এই মুহূর্তে একটি ভিডিও সোশ্যালে রমরমিয়ে চলছে। এক ব্যক্তি মুখোশ পরে কেকের সামনে বসে আছেন। মোমবাতিটি ফুঁ দিয়ে নেভানোর বদলে নিভিয়েছেন হেয়ার ড্রাইয়ার দিয়ে! সামনে খোলা অনেকগুলি ল্যাপটপ। যাতে ভিডিও কলে পুরোটা দেখা যায়।

দেখুন ভিডিও:

হার মানল করোনাও! সামাজিক দূরত্ব মেনে ভিডিও কলে 'নিকাহ' যুগলের

এখনও পর্যন্ত ৪.৮ মিলিয়ন ভিউ পেয়েছে ভিডিওটি। এছাড়াও, ২ লক্ষেরও বেশি লাইক এবং ৭৮ হাজার বার রি-টুইট হয়েছে। মার্চ, এপ্রিল মাসে যাঁদের জন্মদিন তাঁরা জন্মদিন এভাবে পালন করছেন এভাবেই। জুনের লোকেরাও সম্ভবত এই পথেই হাঁটবেন।

টুইটারের লোকেরা এই ভিডিওতে এই জাতীয় প্রতিক্রিয়া জানিয়েছে ...

Click for more trending news


.