RRB Group D Result: যে কোনও দিন প্রকাশিত হতে পারে রেলের গ্রুপ ডি'র ফলাফল
নিউ দিল্লি: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডি-এর (RRB Group D) ৬২ হাজার ৯০৭ পদে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল যে কোনও সময় প্রকাশ করতে পারে। আরআরবি'র এক উর্ধ্বতন কর্মকর্তা এনডিটিভিকে জানিয়েছেন যে, “ফলাফল দ্রুত প্রকাশিত হবে। প্রায় ১.৮৯ কোটি মানুষ পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। যদিও পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১.১৭ কোটি মানুষ। এত বড় সংখ্যক প্রার্থীদের ফলাফল প্রকাশ করা একটি বড় কাজ। আমরা চাই না যে ফলাফলে (RRB Group D Result 2019) কোনও ভুলভ্রান্তি হোক।” সূত্রের খবর ১৭ ফেব্রুয়ারি ফল প্রকাশ হবে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সব আঞ্চলিক ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হবে। দেখে নিন কীভাবে জানতে পারবেন আপনার ফলাফল।
Google Doodle: বস্তি থেকে বলিউড সফর, অভিনেত্রী মধুবালার জন্মদিনে গুগলের বিশেষ সম্মান
আরআরবি গ্রুপ ডি ফলাফল (RRB Group D Result) কীভাবে জানবেন?
ধাপ 1: আরআরবি গ্রুপ ডি পরীক্ষার ফলাফল জানতে আপনার আঞ্চলিক আরআরবি ওয়েবসাইট খুলুন।
ধাপ 2: আঞ্চলিক ওয়েবসাইটে দেওয়া গ্রুপ ডি-এর ফলাফলের লিঙ্কে ক্লিক করুন।
ধাপ 3: এখানে বিভিন্ন তথ্য জমা দিন (যেমন রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ)
ধাপ 4: ফলাফল আপনার পর্দায় আসবে।
ধাপ 5: এবার আপনি পরবর্তী সময়ের জন্য আপনার ফলাফলের প্রিন্ট আউট নিতে পারেন।
শিক্ষার মান নিয়ে রাজ্যের তিন প্রধান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক পার্থ'র
আরআরবি'র সব অঞ্চলের ওয়েবসাইট নিচে দেওয়া রয়েছে।
আঞ্চলিক আরআরবি ওয়েবসাইট
আরআরবি আহমেদাবাদ www.rrbahmedabad.gov.in
আরআরবি আজমের www.rrbajmer.gov.in
আরআরবি এলাহাবাদ www.rrbald.gov.in
আরআরবি বেঙ্গালুরু www.rrbbnc.gov.in
আরআরবি ভোপাল www.rrbbpl.nic.in
আরআরবি ভুবনেশ্বর www.rrbbbs.gov.in
আরআরবি বিলাসপুর www.rrbbilaspur.gov.in
আরআরবি চেন্নাই www.rrbchennai.gov.in
আরআরবি চণ্ডীগড় www.rrbcdg.gov.in
আরআরবি গোরখপুর www.rrbgkp.gov.in
আরআরবি গুয়াহাটি www.rrbguwahati.gov.in
আরআরবি জম্মু www.rrbjammu.nic.in
আরআরবি কলকাতা www.rrbkolkata.gov.in
আরআরবি মালদা www.rrbmalda.gov.in
আরআরবি মুম্বাই www.rrbmumbai.gov.in
আরআরবি মুজফফরপুর www.rrbmuzaffarpur.gov.in
আরআরবি পাটনা www.rrbpatna.gov.in
আরআরবি রাঁচি www.rrbranchi.gov.in
আরআরবি সেকান্দ্রাবাদ www.rrbsecunderabad.nic.in
আরআরবি শিলিগুড়ি www.rrbsiliguri.org
আরআরবি থিরুভনন্তপুরম www.rrbthiruvanthapuram.gov.in