This Article is From Sep 23, 2019

“পরেরবার ট্রাম্পের সরকার”, হাউস্টনে বললেন প্রধানমন্ত্রী মোদি

Howdy Modi: প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন থেকে উড়ে যান ডোনাল্ড ট্রাম্প। হাউস্টনের তাঁকে স্বাগত জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে এদিন সকালেই ওয়াশিংটন থেকে উড়ে যান ডোনাল্ড ট্রাম্প।

নয়াদিল্লি:

রবিবার হাউস্টনে (Houston) উষ্ণ অব্যর্থনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) , কীভাবে তাঁর সঙ্গে ভারত যুক্ত রয়েছে, ৫০,০০০ ভারতীয়ের সামনে তা ব্যাখা করলেন প্রধানমন্ত্রী। পুনরায় জিতে ক্ষমতায় ফেরারর ব্যপারে আশাবাদী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মে মাসে দ্বিতীয়বার জিতে ক্ষমতায় ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তিনি বলেন, “বন্ধুগণ, আমরা ভারতে ভালভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গ যুক্ত, প্রার্থী ট্রাম্পের জন্য : পরেরবার আরও ভালভাবে ক্ষমতায় ফিরবে ট্রাম্পের সরকার...”। প্রধানমন্ত্রী মোদি বলেন, “প্রথম যখন আমি তাঁর সঙ্গে সাক্ষাৎ করি, তিনি বলেন, ভারতের ভাল বন্ধু হোয়াইট হাইস”। তিনি আরও বলেন, “হাউস্টনের এই সকালে, আপনি শুনতে পাচ্ছেন. এই ব্যাপক সম্পর্কের হৃদস্পন্দন, দুই বৃহত্তম গণতন্ত্রের উদযাপন”। 

এদিন, বৈঠককে কেন্দ্র করে উৎসাহ প্রকাশ করেন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প---তিনমাসে তৃতী. বৈঠক প্রধানমন্ত্রী মোদি এব ডোনাল্ড ট্রাম্পের---তিনি ট্যুইটে লেখেন, “আমার বন্ধুর সঙ্গে হাউস্টনে থাকব। টেক্সাসে ভাল দিন কাটবে”।

প্রধানমন্ত্রী উত্তর দেন:

ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী, হাউডি মোদি অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের যোগাদানের যথেষ্ঠ কারণ রয়েছে। রিপোর্টে বলা হয়েছে, “২০২০ তে ডেমোক্র্যাটসরা বড় ভূমিকা পালন করবে...এই সভা...ইন্দো-আমেরিকান ভোটারদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ডোনান্ড ট্রাম্প. পরের বছর প্রেসিডেন্ট নির্বাচনে তা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে”।

.