This Article is From Nov 04, 2019

ছিনতাইবাজকে ধরতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু

ছিনতাইবাজকে ধরতে সঙ্গে সঙ্গে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামেন শুভ্র। কিন্তু টাল সামলাতে না পেরে পড়ে যান লাইনের ওপর।

ছিনতাইবাজকে ধরতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে  মৃত্যু

Howrah: হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যু হয় তাঁর (প্রতীকী)

Howrah:

ভিড়ের মধ্যে তাঁর মোবাইল ছিনতাই করে পালাচ্ছিল এক ছিনতাইবাজ। হাতেনাতে তাকে ধরতে গিয়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল ২৬ বছরের এর রেলযাত্রীর। হাওড়ার উলুবেড়িয়া স্টেশনে ( Uluberia station) ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। রবিবার একথা জানিয়েছে রেলপুলিশ (GRP)।

মদের টাকা চাওয়ায় জীবন্ত জ্বালিয়ে দেওয়া হল প্রৌঢ়াকে: সূত্র

খবর, মৃত শুভ্র ঘোষ নামের ওই যুবক কলকাতায় কাজ করেন। শনিবার রাতে তিনি শ্যামলেশ্বরী ট্রেনে চেপে জামশেদপুরে তাঁর বাড়িতে ফিরছিলেন। সেই সময়েই ঘটে এই দুর্ঘটনা। ট্রেনটি যখন উলুবেড়িয়া পৌঁছোয় তখনও তিনি কথা বলছিলেন মোবাইলে। আচমকাই অভিযুক্ত তাঁর হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে নেমে যায় প্ল্যাটফর্মে। ট্রেন ততক্ষণে চলতে শুরু করে দিয়েছে। 

জম্মু ও কাশ্মীর থেকে রাজ্যের ১৩১ শ্রমিককে ঘরে ফিরতে সাহায্য করছেন মুখ্যমন্ত্রী

ছিনতাইবাজকে ধরতে সঙ্গে সঙ্গে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামেন শুভ্র। কিন্তু টাল সামলাতে না পেরে পড়ে যান লাইনের ওপর। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে রেলপুলিশ। সেখানেই অল্পসময়ের মধ্যে মৃত্যু হয় তাঁর।

.