Rape: অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং এ বিষয়ে আরও তদন্ত চলছে: পুলিশ
হাইলাইটস
- ৯ মাসের এক বাচ্চাকে ধর্ষণের ঘটনা ঘটলো হাওড়ায়
- শিশুটিকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তাঁর কাকার বিরুদ্ধে
- অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
হাওড়া, পশ্চিমবঙ্গ: ধর্ষকের হাত থেকে রেহাই নেই একরত্তি শিশুরও। এর আগেও এমন বহু ঘটনার সাক্ষী থেকেছে রাজ্য (West Bengal) তথা দেশ। ফের সেই রকমই এক ঘর্ষণের ঘটনা সামনে এল। হাওড়া জেলার (Howrah) শ্যামপুরের বরগ্রাম পঞ্চায়েত এলাকায় এবার ৯ মাসের এক শিশুকে ধর্ষণ (Rape) করার অভিযোগ উঠল তাঁরই কাকার বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার অনুপ প্রামাণিক নামে ওই অভিযুক্ত শিশুটির বাড়ির লোককে জানান যে শিশুটিকে নিয়ে তিনি কিছু খেলনা কিনতে বাইরে যাচ্ছেন। বেশ কিছুক্ষণ পরে তিনি ওই শিশুটিকে বাড়িতে ফিরিয়ে দিয়ে যান। তারপরই শিশুটির পরিবারের সদস্যরা লক্ষ্য করেন যে শিশুটির যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। তারপরেই গোটা ঘটনার কথা পুলিশকে জানান তাঁরা।
নাবালিকা ধর্ষণের ক্ষমা নেই: রাষ্ট্রপতি
শিশুটির পরিবার শ্যামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এরপরেই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) এবং শিশুদের যৌন অপরাধজনিত সুরক্ষা আইনে (পকসো) মামলা রুজু করা হয়।
‘‘৭ বছর ধরে রোজ মরছি আমরা'': তেলেঙ্গানার পুলিশের সমর্থনে নির্ভয়ার বাবা-মা
জানা গেছে যে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং গোটা বিষয়ে বিশদে তদন্ত শুরু করেছে পুলিশ।