নিউ দিল্লি: অনেক রাগ অভিমান, দুঃখ, মন খারাপ অনেককিছুই একটি ওষুধে ঠিক হয়ে যায়। সিনেমার ভাষায় বলতে গেলে ‘জাদু কি ঝাপ্পি'। তা সেই আলিঙ্গনের জন্য নির্দিষ্ট দিনক্ষণ কি খুব প্রয়োজন? আসলে সব মুহূর্ত উদযাপনের জন্য হয়ত দিন ঠিক নির্দিষ্ট হয় না, তবে সব মুহূর্ত স্মরণ করার জন্য যদি আলিঙ্গন দিবস নাম দিয়েই ডাকি কোনও দিনকে, ক্ষতি কি। ভ্যালেন্টাইন্স সপ্তাহে আজ হাগ ডে বা আলিঙ্গনের দিন। রোজ ডে, প্রোপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিস ডে'র পর হাগ ডে। এই বিশেষ দিনে নিজের বন্ধু-প্রেমিকা, ভালোবাসার মানুষটিকে জাদু কি ঝাপ্পি দিয়ে মন ভালো করে দিন, আর তার সঙ্গে পাঠান ভালোবাসার বার্তা, আলিঙ্গনের ইশারা।
Promise Day 2019: প্রতিশ্রুতি দিবসে ভালোবাসার মানুষকে শায়েরি দিয়েই কথা রাখার কথা দিন
তোমার মধ্যে আমাকে জড়িয়ে রাখো
তোমার শ্বাস প্রশ্বাসে আমাকে মিশিয়ে নাও
ভালোবাসতে চাই বলেই এত অস্থিরতা
একবারটি জড়িয়ে ধরে সব ভুলিয়ে দাও
Happy Hug Day
তোমাকে যবে থেকে দেখেছি
হৃদয়ের উপর নিয়ন্ত্রণ নেই
তোমার সঙ্গ চাই আমি, হাতে রাখো হাত
এমনভাবেই আমায় জড়িয়ে ধরে রাখ
Happy Hug Day
কোরাস- চিরন্তন অন্ধকার থেকে আলোর খোঁজে এগিয়ে চলার সরস্বতী পুজো
মনের কথা বলে ফেলি অবাধে
হৃদয়ের প্রতি কথাই তোমাকে লক্ষ্য করে
তবু, এক বার জড়িয়ে ধরো আমাকে
একথা বলতে গিয়েও কেবলই ঠোঁট কেঁপে যায়
Happy Hug Day
যেমন রোমিও জুলিয়েটকে
যেমন লায়লা মজনুকে
যেমন হীর রাঞ্ঝাকে
জড়িয়ে ধরেছিল
ঠিক একই ভাবে আমাকেও আলিঙ্গনে বাঁধো তুমি
Happy Hug Day
কথায় কথায় মন দিয়ে ফেলেছি
দেখি, এভাবেই একদিন জীবন দিয়ে ফেলি কি না
ভালোবেসে জড়িয়ে ধরো যদি
দেখিই না, সব উজাড় করে ফেলি কিনা
Happy Hug Day
ভালোবাসতে চেয়েছিলে
তাই হাত বাড়িয়ে দিয়েছি আমি
নাহলে, নিজের জন্য আজ অব্দি
কারো আশীর্বাদও চাইনি আমি
Happy Hug Day
Click for more
trending news