গত সপ্তাহেই কলকাতার টালা ব্রিজ থেকে এসটিএফ আটক করে ছিল ১০০০ কেজির বিস্ফোরক।
কলকাতা: ফের আটক করা হল বিস্ফোরক প্রস্তুত করার দ্রব্য। এবার বাঁকুড়া জেলা থেকে। রাজ্যের গোয়েন্দাসংস্থা সিআইডি বুধবার রাতে বাঁকুড়ার থেকে বৈদ্যুতিক ডিটোনেটর, গিলোটিন স্টিক সহ বিস্ফোরক বাজেয়াপ্ত করে বলে বৃহস্পতিবার জানালেন গোয়েন্দাসংস্থার এক পদস্থ কর্তা। সিআইডি'র ডেপুটি ইনস্পেক্টর জেনারেল নিষাদ পারভেজ বলেন ৫২ হাজার বৈদ্যুতিক ডিটোনেটর, গিলোটিন স্টিকের ১০৬'টি বাক্স, ৬,৬৫০ কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করা হয়। তল্লাশি চালানোর সময়ই ধরা পড়ে ওই বিপুল পরিমাণ বিস্ফোরক। “এছাড়া, একটি এসইউভি গাড়ি ও বাইকও আটক করা হয়েছে। সন্দেহভাজনরাই অকুস্থলে ওগুলিকে রেখে গিয়েছে বলে মনে করা হচ্ছে”, বলেন নিষাদ পারভেজ।
রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা 'আশা'-ই এখন বড় আশা পুলিশের ডগ স্কোয়াডের
তিনি জানান, ওড়িশা, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড থেকে এসেছে ওই বাজেয়াপ্ত হওয়া বিস্ফোরক প্রস্তুতকারক বস্তুগুলি। যদিও এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাউকে এখনও পর্যন্ত গ্রেফতার করা যায়নি।
গত সপ্তাহেই কলকাতার টালা ব্রিজ থেকে এসটিএফ আটক করে ছিল ১০০০ কেজির বিস্ফোরক।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)