This Article is From Feb 11, 2019

প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২৫ টি ইঞ্জিন

প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২৫ টি ইঞ্জিন

ঘোলার প্লাস্টিকের চেয়ার তৈরির কারখানায় সোমবার দুপুরে হঠাৎই আগুন লাগে(ছবি প্রতীকি)

ঘোলা, উত্তর ২৪ পরগনা:

প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড উত্তর ২৪ পরগনার ঘোলায়।চারদিক ভরে গেছে ধোঁয়ায়।আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।

দমকল কর্মীরা জানিয়েছে, আজ দুপুরে ঘোলার প্লাস্টিকের চেয়ার তৈরির কারখানায় হঠাৎই আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২৫ টি ইঞ্জিন। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে দমকল কর্মীরা।

কারখানার ভিতরে কেউ আটকে রয়েছেন, কিনা এখনও জানা যায় নি।তবে ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা, তার সন্ধান চালাচ্ছে দমকলবাহিনী।পুরো এলাকা কালো ধোঁয়ায় ভরে যাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু এবং দমকল বাহিনীর ডিজি জগনমোহন।আগুন নেভানোর কাজ খতিয়ে দেখছেন তাঁরা।

ভিতরে প্লাস্টিকের সামগ্রি এবং দাহ্য বস্তু থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।

.