This Article is From Aug 19, 2019

মানবাধিকার সম্পূর্ণ লঙ্ঘিত হয়েছে জম্মু ও কাশ্মীরে: মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা দাবি করলেন, জম্মু ও কাশ্মীরে মানবাধিকার সম্পূর্ণ লঙ্ঘিত হয়েছে। পাশাপাশি সকলের কাছে আবেদন করলেন, ওই উপত্যকার শান্তির জন্য প্রার্থনা করার।

Advertisement
অল ইন্ডিয়া Translated By

মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, জম্মু ও কাশ্মীরে মানবাধিকার সম্পূর্ণ লঙ্ঘিত হয়েছে।

সোমবার বিশ্ব মানবতা দিবস (World Humanitarian Day)। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সেই উপলক্ষ্যে টুইট করলেন। আর সেই টুইটে তিনি দাবি করলেন, জম্মু ও কাশ্মীরে (J&K) মানবাধিকার সম্পূর্ণ লঙ্ঘিত হয়েছে। পাশাপাশি সকলের কাছে আবেদন করলেন, ওই উপত্যকার শান্তির জন্য প্রার্থনা করার। এরই সঙ্গে পুরনো ঘটনার কথা তুলে এনে জানালেন, মানবতার জন্য তিনি একবার ২১ দিন রাস্তায় থেকে প্রতিবাদ করেছিলেন।

কাশ্মীরে খুলল কিছু বিদ্যালয়, অভিভাবকদের প্রতি আবেদন আধিকারিকদের : ১০ টি তথ্য

মমতা তাঁর টুইটে লেখেন, ‘‘আজ বিশ্ব মানবতা দিবস। জম্মু ও কাশ্মীরে মানবাধিকার সম্পূর্ণ লঙ্ঘিত হয়েছে। আসুন আমরা প্রার্থনা করি কাশ্মীরের মানবাধিকার ও শান্তির জন্য। মান‌বাধিকার বিষয়টি আমার ‌হৃদয়ের খুব কাছের। ১৯৯৫ সালে আমি লক আপে মৃত্যুর বিরুদ্ধে মানবাধিকার রক্ষার জন্য ২১ দিন রাস্তায় ছিলাম।''

Advertisement

সম্প্রতি, কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করে তাকে দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার বিল পেশ করেছিল লোকসভায়। সেই বিল পাসও হয়ে গিয়েছে। ‘স্পেশাল স্ট্যাটাস' তুলে নিয়ে জম্মু ও কাশ্মীরকে জম্মু-কাশ্মীর এবং লাদাখ, এই দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে।

সেই থেকে কাশ্মীরে চলছে লক ডাউন বা অবরুদ্ধ পরিস্থিতি। মানুষজন ঠিকমতো বাড়িঘর থেকে বের হতে পারছেন না। পাশাপাশি ফোন বা ইন্টারনেটও ব্যবহার করতে পারছেন না।

Advertisement

কাশ্মীরে খুলল কিছু বিদ্যালয়, অভিভাবকদের প্রতি আবেদন আধিকারিকদের : ১০ টি তথ্য

এমন কতদিন চলবে সে সম্পর্কে জানতে চাইলে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের উপদেষ্টা কে বিজয়া কুমার বলেছেন যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement