অখিলেশ এবং মায়াবতী উত্তরপ্রদেশে তাঁদের জোট গঠন করার কথা জানান কয়েকদিন আগেই
কলকাতা: উত্তরপ্রদেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরত্ব। তবু, ওই রাজ্যের নতুন রাজনৈতিক সমীকরণটি আসলে ঝলক দিয়ে উঠবে সেখানেই। স্থানটির নাম কলকাতা। স্থানটির নাম- ব্রিগেড। শনিবার যেখানে মেগা সমাবেশের আয়োজন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশ এবং মায়াবতী উত্তরপ্রদেশে তাঁদের জোট গঠন করার কথা জানানোর কয়েকদিন পর এই ব্রিগেডের মঞ্চেই পাশাপাশি বসবেন সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির হেভিওয়েট নেতারা। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব স্বয়ং উপস্থিত থাকছেন এই সভায়। অন্যদিকে, মায়াবতী না আসতে পারলেও বহুজন সমাজ পার্টির প্রতিনিধি হিসেবে থাকছেন সতীশ চন্দ্র মিশ্র। এঁরা ছাড়াও রাষ্ট্রীয় লোক দলের অজিত সিংহ এবং জয়ন্ত চৌধুরীও উপস্থিত থাকবেন শনিবারের ব্রিগেডে।
নতুন প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছে গোটা দেশ, বললেন অখিলেশ যাদব
সমাজবাদী পার্টির সহ সভাপতি কিরণময় নন্দ বলেন, "এটি একটি বিজেপি বিরোধী সভা। সেই কারণেই বহু বিরোধী দল একজোট হয়ে উপস্থিত হচ্ছে এই মঞ্চে। আমরাও রয়েছি। এর সঙ্গে উত্তরপ্রদেশের রাজ্যের নিজস্ব রাজনৈতিক সমীকরণের কোনও তুলনা করা ঠিক নয়। দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার"।
কংগ্রেসও এই ব্যাপারে তাদের মনোভাব স্পষ্ট করে দিয়ে সাফ জানিয়েছে, উত্তরপ্রদেশের রাজনীতির সঙ্গে তারা এই ব্রিগেডের সভাকে এক করে দেখছে না।