This Article is From Oct 31, 2019

'এক চুটকি সিন্দুর কী কিমৎ' কত? উত্তর পাবেন TikTok ভিডিওয়!

প্রথম ছবি 'ওম শান্তি ওম'-এর (Om Shanti Om) সংলাপ 'এক চুটকি সিন্দুর কি কিমৎ তুম ক্যায়া জানো রমেশ বাবু' যথেষ্ট জনপ্রিয় হয়েছিল ছবির মতোই।

'এক চুটকি সিন্দুর কী কিমৎ' কত? উত্তর পাবেন TikTok  ভিডিওয়!

TikTok-এ উত্তর মিলবে 'এক চুটকি সিন্দুর কা কিমত'!

দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) ফ্যান হলে এই সংলাপ নিশ্চয়ই আপনার অতি পরিচিত। নায়িকার প্রথম ছবি 'ওম শান্তি ওম'-এর (Om Shanti Om) সংলাপ 'এক চুটকি সিন্দুর কি কিমৎ তুম ক্যায়া জানো রমেশ বাবু' যথেষ্ট জনপ্রিয় হয়েছিল ছবির মতোই। সেই সংলাপ দিয়ে মজাদার একটি টিকটক ভিডিও বানিয়েছেন এক দম্পতি। ভিডিও-য় নাকি প্রশ্নের উত্তরও লুকিয়ে।  

TikTok Top 5: জিপে চেপে ধোনি আসতেই শুরু হইচই

স্নানে যাওয়ার আগে স্বামী খাবার টেবিলে দিতে বলতেই স্ত্রী বলেন, ''দেখছ না!, সিঁদুর পড়ছি। সিঁদুরের দাম কত তুমি জানো?'' সঙ্গে সঙ্গে স্বামীর উত্তর আসে, জানি। তারপরেই তিনি সিঁদুরের দাম হিসেবে মাসের খরচের হিসেব দিতে শুরু করেন! আর কী বললেন, দেখে নিন ভিডিওয়---

TikTok Top 5: বিরাট তলোয়ার খেললেন! 'লেডি শাহরুখ'কে চেনেন?

দেখুন ভিডিও:

আপাতত টিকটিক ভিডিও হিসেবে এটাই এখন সোশ্যালে সেরা। এক নেটিজেনের কথা অনুযায়ী, এক চুটকি সিঁদুরের দাম ৪৭ হাজার টাকা। আরেক জন বলেছেন, সারা জীবন ধরে এর উত্তর খুঁজে গেলাম। অবশেষে পেলাম এর উত্তর।

Click for more trending news


.