Read in English
This Article is From Jul 05, 2020

কোভিড রোগীদের উপর হাইড্রোক্সিক্লোরোকুইন ও এইচআইভির ওষুধ প্রয়োগ বন্ধ করল হু!

দেখা গিয়েছে যে হাইড্রোক্সিক্লোরোকুইন এবং লোপিনাভির / রিটোনাভি হাসপাতালে ভর্তি COVID-19 রোগীদের মৃত্যুর ক্ষেত্রে খুব সামান্যই হ্রাস ঘটিয়েছে বা কোন হ্রাসই ঘটায়নি।

Advertisement
ওয়ার্ল্ড Edited by

হু জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় ৫,১৩৪ জন মারা গেছেন, যার ফলে মৃতের মোট সংখ্যা এখন ৫২৩,০১১

জেনেভা:

শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনের পরীক্ষা এবং এইচআইভি ড্রাগ লোপিনাভির / রিটোনাভির সংমিশ্রণ হাসপাতালে ভর্তি COVID-19 রোগীদের উপর প্রয়োগ করতে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। মৃত্যুর হার হ্রাস করতে ব্যর্থ হওয়ার পরেই এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর। “এই অন্তর্বর্তীকালীন পরীক্ষার ফলাফলগুলিতে দেখা গিয়েছে যে হাইড্রোক্সিক্লোরোকুইন এবং লোপিনাভির / রিটোনাভি হাসপাতালে ভর্তি COVID-19 রোগীদের মৃত্যুর ক্ষেত্রে খুব সামান্যই হ্রাস ঘটিয়েছে বা কোন হ্রাসই ঘটায়নি। তদন্তকারীরা তাত্ক্ষণিকভাবেই ট্রায়ালে বাধা দেবে,” একটি বিবৃতিতে জানিয়েছে WHO।

WHO আরও যোগ করেছে যে এই সিদ্ধান্তটি এখন অন্যান্য গবেষণার উপরও প্রভাব ফেলবে যেখানে ওষুধগুলি হাসপাতালে যারা ভর্তি নেই তাঁদের উপর বা প্রফিল্যাক্সিস হিসাবে ব্যবহার করা হচ্ছে।

অন্যদিকে, হু ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মোট ২১২,৩২৬ টি নতুন সংক্রমণের খবর প্রকাশ্যে এনেছে।

Advertisement

হু জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় ৫,১৩৪ জন মারা গেছেন, যার ফলে মৃতের মোট সংখ্যা এখন ৫২৩,০১১।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১১ মার্চ COVID-19 প্রাদুর্ভাবকে মহামারী হিসাবে ঘোষণা করেছিল।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement