हिंदी में पढ़ें Read in English
This Article is From Jul 03, 2019

সিদ্ধান্তে অনড় রাহুল গান্ধি, এক সপ্তাহেই প্রকাশ্যে আসবে নতুন কংগ্রেস সভাপতির নাম

গত ২৫ মে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পদ ছাড়ার কথা বলেন রাহুল, লোকসভা নির্বাচনে কংগ্রেসের খারাপ ফলের পরেই ওই সিদ্ধান্ত

Advertisement
অল ইন্ডিয়া
নয়া দিল্লি:

বহু চেষ্টা করেও রাহুল গান্ধির (Rahul Gandhi) সিদ্ধান্ত বদলাতে ব্যর্থ হল কংগ্রেস (Congress)। তিনি দলের সর্বভারতীয় সভাপতি (Congress president) পদে থাকবেন না ফের জানিয়ে যত দ্রুত সম্ভব কংগ্রেসকে নতুন সভাপতি নির্বাচনের কথা বললেন রাহুল।কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচন প্রক্রিয়ার মধ্যেও থাকছেন না তিনি,সাফ জানিয়েছেন সনিয়া পুত্র।“আর দেরি না করে যত দ্রুত সম্ভব দলের নয়া সভাপতি নির্বাচন করা হোক,আমি এই প্রক্রিয়ার মধ্যে থাকছি না।আমি ইতিমধ্যেই আমার পদত্যাগপত্র দিয়ে দিয়েছি এবং দলের সর্বভারতীয় সভাপতি পদের দায়িত্বে থাকছি না”,বলেন রাহুল গান্ধি।যতই কংগ্রেসের নেতারা তাঁকে বারবার নিজের পদত্যাগপত্র ফিরিয়ে নিতে অনুরোধ করুন না কেন তাতে তিনি সাড়া দিতে অপরাগ, নিজের সিদ্ধান্ত বদলানো সম্ভব নয় বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।রাহুল গান্ধি কংগ্রেসের কার্যকরী কমিটিকে (Congress Working Committee) বলেন, খুব তাড়াতাড়ি একটি বৈঠক ডাকা হোক, যাতে দলের নতুন সভাপতি কে হবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ।নতুন নাম নির্বাচন করে তা জানিয়ে দেওয়ার জন্যেও দলকে পরামর্শ দেন রাহুল। 

অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণের ঘোষণা মমতা সরকারের

গত লোকসভা নির্বাচনে গোটা দেশেই অত্যন্ত খারাপ ফল করে কংগ্রেস (Congress)। রাহুল গান্ধি নিজে কংগ্রেসের গড় বলে পরিচিত আমেঠিতে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে হেরে যান। যদিও কেরালার ওয়ানাড কেন্দ্র থেকে জিতে কিছুটা হলেও মুখ রক্ষা করেন সনিয়া পুত্র। এরপরেই রাহুল অসন্তোষ প্রকাশ করে বলেন কংগ্রেসের এই হারের দায় কোনো নেতাই নিতে আগ্রহী নন। তাই তিনিই কংগ্রেসের খারাপ ফলের দায় নিয়ে গত ২৫ মে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পদ থেকে ইস্তফা দেন।তার আগে ২০ জুন এনডিটিভিকেও এক সাক্ষাৎকারে রাহুল জানান” যে কোনো বিষয়েই একটি দায়বদ্ধতা থাকে”।তবে রাহুল গান্ধির পদত্যাগের সিদ্ধান্তের পরেই দেশ জুড়ে বিভিন্ন কংগ্রেস নেতাদের মধ্যে পদত্যাগ করার হিড়িক পড়ে যায়।

Advertisement

যদিও কোনো কিছুই টলাতে পারে নি রাহুল গান্ধিকে। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পদে আর না থাকার সিদ্ধান্তে অনড় থাকেন তিনি।

Advertisement