தமிழில் படிக்க Read in English
This Article is From Oct 18, 2018

নানা নির্দোষ কিন্তু ... তনুশ্রীর তোলা # Me too অভিযোগ নিয়ে কী বললেন রাজ ?

মিটু (# Me too)-তে অভিযুক্ত অভিনেতা  নানা প্যাটেকরকে  অভদ্র বললেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে।

Advertisement
অল ইন্ডিয়া

পেট্রলের দাম বাড়ার মতো ঘটনা থেকে নজর ঘোরাতে এই  আন্দোলন শুরু হয়ে থাকতে পারে।

Highlights

  • তনুশ্রীর আনা অভিযোগ সম্পর্কে প্রশ্ন তুলেছেন রাজ
  • মিটু আন্দোলনের উদ্দেশ নিয়েই সংশয় প্রকাশ করেন
  • অনুশ্রীর অভিযোগের পর দেশ জুড়ে ছড়িয়ে পড়ে মিটু আন্দোলন
অমরাবতী :

মিটু (# Me too)-তে অভিযুক্ত অভিনেতা  নানা প্যাটেকরকে  অভদ্র বললেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। তবে তনুশ্রীর আনা অভিযোগ সম্পর্কে প্রশ্ন তুলেছেন রাজ। তাঁর মনে হয় নানা নির্দোষ। রাজ বলেন, ‘আমি নানা  প্যাটেকারকে চিনি। তিনি অভদ্র। উন্মাদের মতো আচরণ করেন। কিন্তু যৌন নির্যাতনের মতো কাজ করবেন বলে মনে হয়না। আদালত দেখবে। সংবাদ মাধ্যম উতলা হচ্ছে কেন বুঝতে পারছি না! মিটু গুরুতর ব্যাপার। এটা নিয়ে টুইট যুদ্ধ  ভাল নয়।' এরপর তিনি মিটু আন্দোলনের উদ্দেশ নিয়েই সংশয় প্রকাশ করেন। তাঁর আশঙ্কা আকাশ ছোয়া পেট্রলের দাম বাড়ার মতো ঘটনা থেকে নজর ঘোরাতে এই  আন্দোলন শুরু হয়ে থাকতে পারে। তবে  তিনি জানিয়েছেন কোনও নারী অসহায় বোধ করলে নবনির্মাণ সেনার  সঙ্গে যোগাযোগ করতে  পারেন।  তাঁর কথায়, মনে  হচ্ছে নজর ঘোরাতেই  মিটু আন্দোলন শুরু হয়েছে।

অনুশ্রী নানার বিরুদ্ধে  অভিযোগ করার পর দেশ জুড়ে  ছড়িয়ে পড়ে মিটু আন্দোলন। জনা কুড়ি  মহিলা সাংবাদিকের আনা  যৌন হেনস্থার অভিযোগে প্রেক্ষিতে পদ ছাড়তে  হন কেন্দ্রীয় প্রতি মন্ত্রী তথা প্রাক্তন সম্পাদক এম জে আকবর।                                   

Advertisement