This Article is From Dec 10, 2018

"কাল পর্যন্ত অপেক্ষা করলেই বুঝতে পারবেন আমার কথা মেলে কি না", বললেন কমলনাথ

মধ্যপ্রদেশের কংগ্রেস প্রধান কমলনাথ আজ দাবি করলেন, তাঁদের দল রাজ্যের বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে। ফলাফল বেরোনোর পরই জানা যাবে যে, কে মুখ্যমন্ত্রী হবেন। 

আগামীকাল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে।

ভোপাল:

মধ্যপ্রদেশের কংগ্রেস প্রধান কমলনাথ আজ দাবি করলেন, তাঁদের দল রাজ্যের বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে। ফলাফল বেরোনোর পরই জানা যাবে যে, কে মুখ্যমন্ত্রী হবেন।


বিজয় মালিয়াকে তুলে দেওয়া হবে ভারতের হাতে, রায় দিল লন্ডন আদালত

"গত তিন মাস ধরেই তো আমি বলে আসছি যে, ১৪০'টি আসনে জিতবে কংগ্রেস। নিজের বক্তব্য থেকে আমি একচুলও সরছি না। কাল গোটা দুনিয়া দেখতে পারবে কী হয়। আপনারাও দেখবেন", সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন কমলনাথ।

বৃদ্ধা মা'কে ঘরে আটকে না খেতে দিয়ে মেরে ফেলল ছেলে

আগামীকাল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। শাসক এবং বিরোধী সমস্ত পক্ষই একাগ্রভাবে চেয়ে আছে কালকের দিকে। আগামী বছরের লোকসভা নির্বাচনে অ্যাডভান্টেজ বিজেপি না অ-বিজেপি জোট, তাও অনেকটাই স্থির হয়ে যাবে আগামীকাল, এমনটাই মনে করছে বিশেষজ্ঞমহল।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.