This Article is From Jul 17, 2018

রাজনৈতিক নেতাদের সঙ্গে যুক্ত নির্মাণ সংস্থার অফিস থেকে উদ্ধার 160 কোটির নগদ, 100 কেজি সোনা

কর ফাঁকি দেওয়ার অভিযোগ থাকায় তল্লাশির সিদ্ধান্ত নেয় আয়কর দপ্তর। তখনই উদ্ধার হয় নগদ ও সোনা।

রাজনৈতিক নেতাদের সঙ্গে যুক্ত নির্মাণ সংস্থার অফিস থেকে উদ্ধার 160 কোটির নগদ,  100 কেজি সোনা

বড় ব্যাগের মধ্যে টাকা ও সোনা লুকিয়ে রাখা হয়েছিল।

দিল্লি/ চেন্নাই:

রাস্তা নির্মাণের সঙ্গে যুক্ত একটি সংস্থার অফিস থেকে উদ্ধার হল 160 কোটি টাকা! তাঁর সঙ্গেই মিলেছে  প্রায় 100 কেজি সোনার বাট। তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় এসপিকে অ্যান্ড কোম্পানি নামে ওই সংস্থার 22 টি অফিসে এক যোগে তল্লাশি চালানো হয়। তার মধ্যে 17 টি চেন্নাইতে। বাকি গুলি রাজ্যের অন্য জায়গায় অবস্থিত।  আর তাতেই এই বিপুল পরিমাণ অর্থ এবং সোনা উদ্ধার করে আয়কর দপ্তর। সাম্প্রতিককালে যা বেনজির।  জানা গিয়েছে সরকারের থেকে বরাত নিয়ে রাস্তা নির্মাণের কাজ করে এই যৌথ মালিকানাধিন এই সংস্থা। 

কর ফাঁকি দেওয়ার অভিযোগ থাকায় তল্লাশির সিদ্ধান্ত নেয় আয়কর দপ্তর। তখনই উদ্ধার হয় নগদ ও সোনা। জানা গিয়েছে বেশ  কিছু বড় ব্যাগের মধ্যে টাকা ও সোনা লুকিয়ে রাখা হয়েছিল। কিন্ত আয়কর দপ্তরের কর্তারা মনে করেন।

ওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। আধিকারিকদের প্রাথমিক অনুমান দেশের কোথাও একসঙ্গে এর চেয়ে বেশি নগদ ও সোনা উদ্ধার হয়নি। এর আগে নোটবন্দির পর এ রাজ্যের চেন্নাই থেকেই উদ্ধার হয়েছিল 110 কোটি টাকা।      

এসকে অ্যান্ড কোম্পানির সঙ্গে কাজ করে এমন কিছু সংস্থাই আয়কর দপ্তরকে অসঙ্গতির ব্যাপারে  জানায়। আরও জানা যায় এই সংস্থার সঙ্গে যোগ রয়েছে রাজনৈতিক নেতাদের। তল্লাশি শেষ হলে এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে এলো  তা জানার কাজ শুরু হবে। 

 

 



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.