রাজ্যে সাম্প্রদায়িক হিংসা করতে দেব না, বললেন মমতা। (ছবি প্রতীকি)
কলকাতা: ‘মিথ্যে প্রতিশ্রুতি' দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে শুক্রবার তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে গুজব ছড়ানোর জন্য বিজেপি ও আরএসএসকে দায়ী করে জানান, তাঁর সরকার এই ধরনের ব্যাপারকে কিছুতেই এই রাজ্যে ঘটতে দেবে না। তিনি আরও বলেন, ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে ভাগাভাগি করার যে খেলা বিজেপি ও আরএসএস খেলতে চাইছে, তা আমি হতে দেব না। “আজকে আমি শুনলাম কোনা এক্সপ্রেসওয়ের সামনে একটা হিংসার ঘটনা ঘটেছে। বিজেপি ও আরএসএস কর্মীরা প্রচুর গুজব ছড়াচ্ছে। আমরা হিন্দুত্বকে শ্রদ্ধা করি। কিন্তু যারা ধর্মের নামে মানুষকে হত্যা করে, তারা নিজেদের হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান কিছুই বলতে পারে না। তাদের একটাই পরিচয়, তারা অপরাধী”। বলেন তিনি।
"আমি জানতে চাই বাংলার ভাই, বোন, ছাত্রছাত্রী, কৃষকরা আমার ওপর ভরসা রাখেন কি না। আমাকে বিশ্বাস করেন কি না। আমি তাদের একটা ব্যাপারে নিশ্চিত করে দিতে চাই। কিছুতেই এই বাংলায় সাম্প্রদায়িক হিংসা ছড়াতে দেব না। তার জন্য যা করতে হয় করব”, জানান মুখ্যমন্ত্রী।
আইএনএক্স মিডিয়া মামলায় চিদম্বরমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিবিআইকে ছাড়পত্র দিল কেন্দ্র
তিনি আরও বলেন, তৃণমূল তো এত বছর ধরে ক্ষমতায় আছে। কেউ বলতে পারবে আমরা কোনওদিন কোনও মন্দির, মসজিদ, গির্জা, গুরুদোয়ারে হাত দিয়েছি? বিভিন্ন ধর্মের উপাসনার জন্য বিভিন্ন স্থান আছে। তার ক্ষতি করতে কেউ পারে না।
তাঁর কথায়, বিজেপি-আরএসএস গেরুয়া পরে থাকে। অথচ, গেরুয়া যে ত্যাগের প্রতীক, তার কোনও লক্ষণই দেখা যায় না ওদের মধ্যে! ওরা তো রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের দেখে শিখতে পারে। তাঁরাও তো গেরুয়া পরেন।
গুজব ছড়ালে কড়া শাস্তির নির্দেশও তিনি দেন কলকাতা পুলিশকে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)