Read in English
This Article is From Feb 27, 2019

পাকিস্তানের আকাশ সীমা সংলগ্ন হওয়ায় ঘুরিয়ে দেওয়া হল দিল্লিগামী এমিরেটসের উড়ানের অভিমুখ

অবতরণের আগে বিমানের ক্যাপ্টেন ঘোষণা করেন, করাচির আকাশসীমা দিয়ে ওড়ার অনুমতি না মেলায় অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে।

Advertisement
ওয়ার্ল্ড

আহমেদাবাদে এক ঘন্টা দাঁড়িয়ে ছিল বিমানটি (ফাইল ছবি)।

নিউ দিল্লি :

ভারত ও পাকিস্তানের বর্তমান পরিস্থিতির মধ্যে, পাকিস্তানের আকাশসীমা সংলগ্ন হওয়ায় অভিমুখ ঘুরিয়ে দেওয়া হল দুবাই থেকে দিল্লিগামী এমিরেটস বিমানের অভিমুখ।

সকাল ১০.৩০ টায় আধঘন্টা দেরীতে দুবাই থেকে উড়ান নেয় বোয়িং 777 300 বিমান, আহমেদাবাদে বিমানটি ২.৪৫ এ জ্বালানি নেওয়ার জন্য অবতরণ করে।

অবতরণের আগে বিমানের ক্যাপ্টেন ঘোষণা করেন, করাচির আকাশসীমা দিয়ে ওড়ার অনুমতি না মেলায় অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে। আহমেদাবাদে বিমানটি এক ঘন্টা দাঁড়িয়ে ছিল।

  .  

মঙ্গলবার বালাকোটে জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের প্রশিক্ষণ শিবিরে বোমা নিক্ষেপ করে ভারতীয় বায়ুসেনা, তারপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

লাহোর বিমানবন্দরের ম্যানেজারের বক্তব্য অনুযায়ী, জিও নিউজের খবর অনুযায়ী, পাকিস্তানের লাহোর, মুলতান, ফয়সালাবাদ, শিয়ালকোট, ইসলামাবাদ বিমানবন্দর থেকে বিমান পরিষেবা বাতিল করা হয়েছে।

Advertisement
Advertisement