This Article is From Feb 26, 2019

মঙ্গলবার ভোরে পাকিস্তানে ঢুকে কোন কোন সময় হামলা চালাল ভারতীয় বায়ুসেনা, জেনে নিন

১২'টি মিরাজ যুদ্ধবিমান নিয়ন্ত্রণরেখা পেরিয়ে মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ জইশের ঘাঁটিকে নিশানা করে। এবং, তারপর ওই ঘাঁটিগুলিকে পুরো ধ্বংস করে দেয়। মোট তিনবার হামলা চালায় ভারতীয় বায়ুসেনা।

মঙ্গলবার ভোরে পাকিস্তানে ঢুকে কোন কোন সময় হামলা চালাল ভারতীয় বায়ুসেনা, জেনে নিন

ভারতীয় বায়ুসেনার হামলা (ছবি প্রতীকি)

নিউ দিল্লি:

পুলওয়ামার জঙ্গি হানার 'বদলা' নিল ভারতীয় বায়ু সেনা। গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় হানার দু'সপ্তাহের মধ্যেই ভারতীয় বায়ুসেনা মঙ্গলবার ভোর রাতে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের ওপর এয়ার স্ট্রাইক করে তাদের ঘাঁটি পুরো ধ্বংস করে মাটিতে মিশিয়ে দেয়। সূত্র জানিয়েছে, ১২'টি মিরাজ যুদ্ধবিমান নিয়ন্ত্রণরেখা পেরিয়ে মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ জইশের ঘাঁটিকে নিশানা করে। এবং, তারপর ওই ঘাঁটিগুলিকে পুরো ধ্বংস করে দেয়। মোট তিনবার হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। সূত্রের খবর অনুযায়ী, এত বিধ্বংসী এবং বড়মাপের অপারেশন চালাতে ভারতীয় বায়ুসেনার সময় লেগেছে মাত্র ১৯ মিনিট!  বালাকোট, চকোট এবং মুজজফরাবাদ মিলিয়ে মোট তিনবার হামলা চালানো হয়। সূত্র আরও জানাচ্ছে, শুধু জইশ নয়, লস্কর-ই-তইবা এবং হিজবুল মুজাহিদিনের অনেকগুলো সন্ত্রাসবাদী ঘাঁটিও গুঁড়িয়ে দিয়েছে ভারত।

এই হামলায় প্রায় ১ হাজার কিলো বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলেও জানা গিয়েছে।

জেনে নিন এই তিন হামলা কখন চালাল ভারতীয় বায়ুসেনা:

মুজফফরাবাদ: ভোর ৩:৪৮ মিনিট থেকে ভোর ৩:৫৫ মিনিট পর্যন্ত

চকোটি: ভোর ৩:৫৮ মিনিট থেকে ৪:০৪ মিনিট পর্যন্ত

বালাকোট: ভোর ৩:৪৫ মিনিট থেকে ভোর ৩:৫৩ মিনিট পর্যন্ত

 

দেখুন ভিডিও:

.