This Article is From Feb 26, 2019

পাকিস্তানের ওপর হামলা চালানোয় বায়ুসেনার প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

খাইবার পাকতুনখোয়ার বালাকোটে জইশ-ই-মহম্মদের ঘাঁটিতে মঙ্গলবার ভোররাতে বিমান হামলা চালিয়ে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত।

পাকিস্তানের ওপর হামলা চালানোয় বায়ুসেনার প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

খাইবার পাকতুনখোয়ার বালাকোটে জইশ-ই-মহম্মদের ঘাঁটিতে মঙ্গলবার ভোররাতে বিমান হামলা চালিয়ে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। (ফাইল)

কলকাতা:

পাকিস্তানে বিমান হামলা চালানোর জন্য ভারতীয় বায়ুসেনার প্রশংসা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খাইবার পাকতুনখোয়ার বালাকোটে জইশ-ই-মহম্মদের ঘাঁটিতে মঙ্গলবার ভোররাতে বিমান হামলা (Indian Air Force Strikes) চালিয়ে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। মঙ্গলবার সকালেই ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে ট্যুইট করে লেখেন, “ভারতীয় বায়ুসেনা মানেই ভারতের অসাধারণ যোদ্ধা, জয় হিন্দ।

১৪ ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলা(Indian Air Force Strikes) চালিয়ে ৪০ জন সেনা জওয়ানকে মারে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। হামলার নিন্দায় ফেটে পড়ে গোটা দেশ। রাজনীতিবিদ থেকে শুরু করে (Indian Air Force Strikes) বিভিন্ন ক্ষেত্রের মানুষ সেই হামলার নিন্দা করেন। পুলওয়ামা হামলার নিন্দা করে তিনদিন রাষ্ট্রীয় শোক পালনের দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতীয় বায়ু সেনার স্ট্রাইকের মাঝে নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার ভোররাত থেকে খাইবার পাকতুনখোয়ার বালাকোটে ভারতীয় বায়ুসেনার বোমারু হামলায়(Indian Air Force Strikes) জঙ্গি নিকেশ করার খবর পেতেই ট্যুইট করেন মুখ্যমন্ত্রী।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.