हिंदी में पढ़ें
This Article is From Mar 04, 2019

বালাকোট IAF স্ট্রাইক: নওজোত সিংহ সিধু তুলেছেন প্রশ্ন, জঙ্গি মারতে গেছিলেন, নাকি গাছ উৎপাটন করতে?

২৬ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনা পাকিস্তানে ঢুকে জইশ-এ-মোহাম্মদ-এর ঘাঁটিতে ঢুকে যে হামলা করেছিল, তাতে কতজন জঙ্গি মারা গেছে, তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে প্রশ্ন উঠেছে

Advertisement
অল ইন্ডিয়া

কংগ্রেসের নওজোত সিংহ সিধু

Highlights

  • বায়ুসেনার হামলা নিয়ে সিধু প্রশ্ন তুলেছেন
  • তাহলে কি এটা ভোটের হত্যাকান্ড ছিল?
  • কতজন জঙ্গি মারা গেছে, তার সংখ্যা জানতে চেয়েছেন
নিউ দিল্লি :

ভারতীয় বায়ুসেনা (IAF) পাকিস্তানের বালাকোটাতে যে সার্জিকাল স্ট্রাইক (Balakot Air strike) চালিয়েছিল, তাতে কতজন জঙ্গি মারা গেছে তা নিয়ে এবার প্রশ্ন তুললেন কংগ্রেসের নওজোত সিংহ সিধু (Navjot Singh sidhu), বিজেপির অধ্যক্ষ অমিত শাহের (Amit Shah) বয়ানের পরে এই নিয়ে আরও বেশি জলঘোলা হতে শুরু করেছে। আসলে রবিবার তিনি জানিয়েছেন যে, জঙ্গি হামলায় ভারতীয় বায়ুসেনা ২৫০ জন জঙ্গিকে মারতে সক্ষম হয়েছে। এই বক্তব্যের পরে নওজোত সিংহ সিধু বেশ কিছু মিডিয়া রিপোর্টের প্রিন্ট স্ক্রীন শেয়ার করে টুইট করেন।

কেন্দ্রীয় মন্ত্রী এসএস আহলুওয়ালিয়া-এর বয়ান ('এয়ার স্ট্রিকের আসল কারণ ছিল বার্তা দেওয়া, মারা নয়')-এর দিকে লক্ষ্য করে সিধু টুইট করেছেন 'তাহলে লক্ষ্য কি ছিল? জঙ্গিদের মারতে গেছিল, নাকি গাছ উৎপাটন করতে? তাহলে কি এটা ভোটের হত্যাকান্ড ছিল?' এছাড়া এয়ার স্ট্রাইকে কতজন জঙ্গি মারা গেছে, সেই সংখ্যা নিয়ে সিধু লেখেন '৩০০ জন জঙ্গি মারা গেছে কি, হ্যাঁ নাকি না?' সেই সাথেই তিনি জানিয়েছেন, ''সেনাদের নিয়ে রাজনীতি করা বন্ধ করুন।''

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও মৃত জঙ্গির সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন। অমিত শাহের বক্তব্যের পর, তা লক্ষ্য করে তিনি টুইট লেখেন যে , ''তাহলে কি অমিত শাহ বলতে চাইছেন যে, সেনারা মিথ্যে বলছে? কারণ সেনারা সরাসরি জানিয়েছে যে, কেউ মারা গেছে কিনা বা কতজন মারা গেছে, তা সঠিক ভাবে বলা সম্ভব না। নির্বাচনের কথা মাথায় রেখে অমিত শাহ এবং তার দল মিথ্যা বলছে কি? দেশের সেনার ওপরে ভরসা আছে।  তাহলে কি অমিত শাহ ও বিজেপির দেশের সেনাদের ওপর কোনো ভরসা নেই?'' 

সেই সাথে তিনি টুইটে লেখেন যে, ''দেশের সেনা কখনও মিথ্যা বলতে পারে না।  বিজেপি মিথ্যা কথা বলছে।  সারা দেশ সেনাদের সাথে আছে।  শুধু বিজেপি তাদের বিরোধিতা করছে।'' 

Advertisement

VIDEO- মৃতের সংখ্যা গণনা করা, আমাদের লক্ষ্য নয় - IAF প্রধান

  .  

 

Advertisement
Advertisement