Read in English
This Article is From Sep 20, 2019

পাকিস্তান আমাদের ক্ষমতা জানে, তবু বারবার অবহেলা করে: এয়ার চিফ মার্শাল

পাকিস্তান (Pakistan) সব সময়ই ভারতের জাতীয় নেতৃত্বকে অবহেলা করেছে। ভারতীয় বায়ুসেনার এয়ার চিফ মার্শাল বীরেন্দ্র সিংহ ধানোয়া একথা জানান।

Advertisement
অল ইন্ডিয়া Translated By

এয়ার চিফ মার্শাল বীরেন্দ্র সিংহ ধানোয়া দেশের ২৫তম এআইএফ চিফ।

মুম্বই:

পাকিস্তান (Pakistan) সব সময়ই ভারতের জাতীয় নেতৃত্বকে অবহেলা করেছে। এবং সেই ভুল তারা বালাকোট (Balakot)বিমান হানার সময়ও করেছে। শুক্রবার ভারতীয় বায়ুসেনার এয়ার চিফ মার্শাল (Air Chief Marshal) বীরেন্দ্র সিংহ ধানোয়া একথা জানান। এমাসের শেষে অবসর নিচ্ছেন তিনি। ‘ইন্ডিয়া টুডে'-কে তিনি জানান, ‘‘আপনাদের নিশ্চয়ই মনে আছে যে, পাকিস্তান সব সময়ই ভারতের জাতীয় নেতৃত্বকে তাচ্ছিল্য করে এসেছে। সব সময়। ১৯৬৫ সালের যুদ্ধে ওরা লালবাহাদুর শাস্ত্রীকে অবহেলা করেছিল। ওরা ভাবতে পারেন‌ি তিনি এগিয়ে যাওয়ার নির্দেশ দেবেন ও লাহোরে পৌঁছে যাবেন।'' তিনি আরও বলেন, ‘‘এবং তখন ওরা চমকে গেল। ওরা ভেবেছিল উনি কেবল কাশ্মীরেই যুদ্ধ করবেন। ওরা চমকে গিয়েছিল। কার্গিল যুদ্ধে ওরা আবারও চমকেছিল। ওরা ভাবতেই পারেনি আমরা আমাদের সহ বাহিনী এবং বোফর্স বন্দুক নিয়ে বায়ুসেনার সাহায্যে ওদের বের করে দিতে পারব।''

কর্পোরেট কর কমানোর ঘোষণাকে "ঐতিহাসিক" বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি আরও জানান, ‘‘ওরা চিরকালই ভুল হিসেব করেছে। এমনকী এখনও, পুলওয়ামা (জঙ্গি হামলা) হওয়ার পরও আমার মতে ওরা হিসেবে ভুল করেছিল। ভাবতে পারেনি আমাদের রাজনৈতিক নেতৃত্ব এমন এক (বালাকোট হানা) আক্রমণের সিদ্ধান্ত নেবে। ওরা (পাকিস্তান) জানে আমাদের ক্ষমতা কী। কিন্তু তবু সব সময় ভাবে আমাদের নেতৃত্ব আক্রমণ করবে না।''

Advertisement

এবছর ফেব্রুয়ারিতে ভারত সীমান্ত পেরিয়ে বিমান হানা চালিয়ে পাকিস্তানের খাইবার পাখতুন‌খোয়ায় জঙ্গি শিবির ধ্বংস করে। বালাকোটের জঙ্গি শিবির ধ্বংস করা হয়েছিল সেই হানায়।

এয়ার চিফ মার্শাল বীরেন্দ্র সিংহ ধানোয়া দেশের ২৫তম এআইএফ চিফ। ২০১৬ সাল‌ের ডিসেম্বরে তিনি এই পদে আসীন হন।

Advertisement

তাঁর অবসরের পরে তাঁর স্থলাভিষিক্ত হবেন এয়ার মার্শাল আরকেএস ভাদুড়িয়া।

Advertisement