ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে (Abhinandan Varthaman) বুধবার বন্দি বানিয়েছিল পাকিস্তান
নিউ দিল্লি: ভারতের প্রত্যার্পণ করা হল বুধবার পাকিস্তানের হাতে আটক হওয়া বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমান।সংবাদসংস্থা এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী, দুবার হস্তান্তরের সময় বদল করে পাকিস্তান।বিশেষ বিমানে অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে আনতে চেয়েছিল নয়াদিল্লি, যদিও তাতে অনুমতি মেলে নি।অভিনন্দন বর্তমানকে শান্তির পদক্ষেপ হিসাবেই ফিরিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছে পাকিস্তান।
উইং কমান্ডর অভিনন্দন বর্তমানের (Abhinandan Varthaman) MiG 21 বুধবার সকালে পাকিস্তানের তরফ থেকে আসা হামলার জেরে ধ্বংস হয়ে যায়। তিনি গিয়ে পড়েন পাকিস্তানের মাটিতে। সেখান থেকেই তাকে পাকিস্তানী সেনারা আটক করে।
বৃহস্পতিবার ইমরান খনা ভারত সরকারের কাছে ফোন করে। কিন্তু ভারত সরকার তাকে সরাসরি জানিয়ে দিয়েছি যে, কোনো রকম শর্ত ছাড়াই দেশের হাতে তুলে দিতে হবে অভিনন্দনকে। ''এক্ষুনি সুরক্ষিত দেশে ফেরাতে হবে'' অভিনন্দনকে (Abhinandan Varthaman) , এমনি দাবি ছিল ভারতের তরফ থেকে।
গত ১৪-ই ফেব্রুয়ারি জঙ্গি হামলার ফলে প্রাণ হারায় ভারতের ৪০-এর বেশি সেনা জওয়ান। তারই জেরে ভারতীয় বায়ু সেনা পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে বোমা ফেলে আসে পাকিস্তানের মাটিতে, ধ্বংস হয়ে যায় যে জইশ-এ-মহম্মদের জঙ্গি ঘাঁটি। মারা গেছে ৩০০ জন জঙ্গি। কিন্তু তারপর দুই দেশের মধ্যে শুরু হয় আকাশ পথে উত্তর দেওয়ার পালা। তার জেরেই ধ্বংস হয় MiG 21, যাতে ছিলেন অভিনন্দন (Abhinandan Varthaman)। সারা দেশ আজ তাঁকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত।
এখানে দেখুন অভিনন্দনের ফিরে সমস্ত লাইভ আপডেট :
ভারতের প্রত্যার্পণ করা হল বুধবার পাকিস্তানের হাতে আটক হওয়া বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানকে। সংবাদসংস্থা এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী, দুবার হস্তান্তরের সময় বদল করে পাকিস্তান।বিশেষ বিমানে অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে আনতে চেয়েছিল নয়াদিল্লি, যদিও তাতে অনুমতি মেলে নি। অভিনন্দন বর্তমানকে "শান্তির পদক্ষেপ" হিসাবেই ফিরিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছে পাকিস্তান।
দেশে ফিরছেন অভিনন্দন, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এয়ার ফোর্সের বিবৃতি
পাকিস্তান সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ভারতের হাতে তুলে দেবে অভিনন্দনকে : সূত্র
জম্মু-কাশ্মীরের কুপোয়ারাতে এনকাউন্টারে জঙ্গির গুলিতে প্রাণ দিলেন ভারতের নিরাপত্তা বাহিনীর চার জওয়ান
জম্মু কাশ্মীর: পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় বালাকোট, মেন্ডের এবং কৃষ্ণা ঘাঁটি সেক্টরে ক্রমাগত গুলি চালিয়ে যাচ্ছে।
অভিনন্দন'কে অভিনন্দন জানাতে টুইট করলেন শাহরুখ খান। বললেন, আপনাকে দেখে আমরা শক্তি পাচ্ছি।
অভিনন্দন যখন জানতে পেরেছিলেন যে, তিনি পাকিস্তানের মধ্যে ঢুকে পড়েছেন, তখন প্রথমে তিনি পালানোর চেষ্টা করেন। ব্যর্থ হওয়ার পুকুরে ঝাঁপ দেন ও নিজের পকেটে রাখা কিছু নথি নষ্ট করে দেওয়ার জন্য, তা পকেট থেকে বার করে খেয়ে ফেলেন।
কাগজ-কলমের কাজ চলছে, আর কিছুক্ষনের মধ্যেই দেশে চলে আসবেন অভিনন্দন
বায়ুসেনা পাইলট দেশে ফিরে আসার পরেও ভারতীয় নিরাপত্তা বাহিনী সীমান্তে হাই এলার্ট জারি রাখবে।
দেশে ফিরছেন অভিনন্দন, ওয়াঘা বর্ডারে মানুষ আনন্দে মেতে উঠেছে
সুরক্ষা বিভাগের তরফ থেকে অভিনন্দনকে স্বাগত জানানোর জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে
পাকিস্তান ভারতের হাতে তুলে দিতে চলেছে অভিনন্দনকে , এই ঘটনার জেরে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সূত্র: ANI
ভারতের প্রধানমন্ত্রী পাঁচ মিনিটের জন্যও নিজের জনসভা বাদ দিতে পারেন না। আমার আর তার মধ্যে এটাই পার্থক্য: গান্ধী
আর কিছুক্ষনের মধ্যেই মিডিয়ার কাছে বিবৃতি দেবেন এয়ার ভাইস মার্শাল রবি কাপুর
বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অভিনন্দন বর্তমানের কাগজ-কলমের কাজ সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে।
দেশের পতাকা হাতে নিয়ে ভারতের হিরো কখন দেশে ফিরবেন তার জন্য অপেক্ষা করছে বহু মানুষ।
কাল সন্ধ্যাতেই চেন্নাই থেকে দিল্লিতে পৌঁছে গেছিল অভিনন্দনের পরিবারের লোকেরা। দিল্লির বিমান বন্দরে করতালির সাহায্যে তার পরিবারের লোকেদের স্বাগত জানানো হয়েছে।
ভারতীয় বায়ুসেনার আর এক উচ্চস্তরিয় দল পৌঁছালো ওয়াঘা বর্ডারে
উইং কমান্ডার অভিনন্দন ওয়াঘা বর্ডারে পৌঁছে গেছেন , কিছুক্ষনের মধ্যেই পাকিস্তান তাকে ভারতের হাতে তুলে দেবে।
উইনিং কমান্ডার অভিনন্দনকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত ভারতীয় বায়ু সেনা।
অন্যদিকে পাকিস্তান সেনা পুনরায় যুদ্ধবিরতি উলঙ্ঘন করল। রাজৌরি জেলায় ৪:১৫ নাগাদ গুলি চালিয়েছে পাকিস্তান। সূত্র: ANI
পাকিস্তান সেনা তাকে আনুষ্ঠানিক ভাবে রেড ক্রসের হাতে তুলে দেবে। তারপর বিএসফের অফিসারদের হাতে তুলে দেওয়া হবে তাকে। আশা করা হচ্ছে সূর্যোদয়ের পরেই, সন্ধ্যা ৬:২০ নাগাদ, তাকে দেশের হাতে তুলে দেওয়া হবে। সূত্র: এনডিটিভি
ওয়াঘা বর্ডারে এসকর্ট করে নিয়ে আসা হচ্ছে উইনিং কমান্ডার অভিনন্দনকে
উইনিং কমান্ডার অভিনন্দনের পরিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই বায়ুসেনার হয়ে সেবা করে চলেছে। জানা গেছে সংবাদ সংস্থা পিটিআই এর কাছ থেকে।
দেশে ফিরছেন অভিনন্দন, রাওলপিন্ডি থেকে লাহোর পৌঁছেছেন তিনি
পাকিস্তানের হাতে ধরা পড়া ভারতীয় বায়ুসেনার উইনিং কমান্ডার অভিনন্দন হলেন তামিলনাড়ুর লোক। আজ প্রধানমন্ত্রী বলেছেন, ''প্রত্যেক ভারতীয়ের তাকে নিয়ে গর্ব বোধ করা উচিত।''
তিনি আরোও বলেছেন যে, ''ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রীও তামিলনাড়ুর লোক। সেটা ভেবেও আমাদের গর্ব বোধ করা উচিত।''
ভারতে বায়ু সেনাকে আজই মুক্তি দিচ্ছে পাকিস্তান।
ভারতীয় বায়ুসেনার দ্বিতীয় হাই লেভেল দল পৌঁছে গেছে আট্টারি বর্ডারে
আমাদের বীর জওয়ানেরা পাকিস্তানের মাথা নত করে দিয়েছে :লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন
পাকিস্তান থেকে অভিনন্দন বর্তমানের ফেরার অপেক্ষায় রয়েছে ভারত, আর সেই কারণেই শুক্রবার বিকেলের আট্টারি-ওয়াঘা সীমান্তে বাতিল করে দেওয়া হল দৈনিক বিটিং দ্য রিট্টিট অনুষ্ঠান
ভারতের টুইটারে #WelcomeHomeAbhinandan প্রচন্ড ভাবে ট্রেন্ডিং হয়েছে।
উইনিং কমান্ডার অভিনন্দন বর্তমান তামিলনাড়ুর মানুষ, প্রত্যেক ভারতীয়ের তা নিয়ে গর্ব করা উচিত: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
সূত্র মারফত খবর পাওয়া গেছে রিট্রিট সেরেমনি ২০১৯ চলাকালীন দেশে প্রবেশ করবেন উইং কমান্ডার অভিনন্দন।
ভারতীয় বায়ুসেনা-র উইনিং কমান্ডার অভিনন্দন লাহোর পৌঁছে গেছেন। সেখান থেকে সন্ধ্যা ছয়টা নাগাদ ওনাকে ওয়াঘা বর্ডারে নিয়ে আসা হবে।
BSF এর তরফ থেকে ওয়াঘা বর্ডারে শুত্রবার বিটিং রিট্রিট সমারোহ বন্ধ থাকবে বলে জানিয়েছে
পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মহমূদ কুরেশি জানিয়েছেন, ''ভারতীয় পাইলট (অভিনন্দন বতর্মান)-কে শুক্রবার ওয়াঘা বর্ডারে মুক্তি দেওয়া হবে।
BSF ওয়াঘা বর্ডারে বিটিং রিট্রিট সমারোহ বন্ধ হওয়ার খবরটিকে খন্ডন করেছে
ওয়াঘা বর্ডারে আজ হবে না বিটিং রিট্রিট সমারোহ
ভারতীয় বায়ু সেনার অফিসাররা ওয়াঘা বর্ডারে গিয়ে উপস্থিত হয়েছেন।
অভিন্দনকে ফেরাতে বায়ু সেনার বিমান পাঠাতে চেয়েছিল, কিন্তু রাজি হয়নি পাকিস্তান। সূত্র থেকে এই খবর জানতে পেরেছে এনডিটিভি। ভারতের প্রস্তাব খারিজ করে পাকিস্তান জানায় ওয়াঘা সীমান্ত দিয়ে ফেরানো হবে অভিনন্দনকে। পাক সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন অভিনন্দনকে ফিরিরে দেওয়া হবে।
বায়ুসেনার উইং কমান্ডারকে ভারতে ফিরিয়ে আনার রাস্তা ছিল দুটি। তার মধ্যে একটি ওয়াঘা আর অন্যটি আকাশপথ। ভারত চায়নি ওয়াঘা দিয়ে ফিরুন অভিনন্দন। ভিড় এবং সংবাদ মাধ্যমকে এড়িয়ে আকাশপথে তাঁকে ফেরাতে চেয়েছিল ভারত। সেই প্রস্তাবে রাজি হয়নি।
ভারতীয় বিমান বাহিনীর (IAF) পাইলট অভিনন্দন বর্তমানকে (Abhinandan Varthaman) আজ, শুক্রবার আট্টারিতে যৌথ চেক পোস্টে (জেসিপি) মুক্তি দেবে পাকিস্তান। অমৃতসর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আট্টারিতে এই নায়ককে স্বাগত জানাতে আজ ভোর ছ'টা থেকেই ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ।
বন্ধুদের সঙ্গে আট্টারিতে এসেছেন অমৃতসরের বাসিন্দা জিতেন্দর। তিনি বলেন, "আমরা এখানে এসেছি আমাদের দেশের নায়ককে ঘরে স্বাগত জানাতে। আমরা আমাদের এই নায়ককে স্বাগত জানাই। তিনি বিমানবাহিনীর যুদ্ধে প্রভূত সাহস দেখিয়েছিলেন এবং পাকিস্তানিদের হাতে ধরা পড়ার পরেও একটুও বিচলিত হননি।
সন্ত্রাসবাদের মোকাবিলায় আমাদের একসঙ্গে রুখতে হবে। ওআইসি-র সভায় এমনই দাবি করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বারাজ। ওআইসি-র সভায় এমনই দাবি করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বারাজ। ওআইসি নামক এই সংগঠনটি তৈরি হয়েছে ৫৭টি ইসলামিক দেশ নিয়ে ।
পাকিস্তান থেকে আজ ভারতে ফিরে আসছেন অভিনন্দন। এই উপলক্ষে তার রাজ্যের লোকেরা কালীকম্বল মন্দিরে পুজোর আয়োজন করেছেন।
পাকিস্তানের হাত থেকে মুক্ত হতে চলা বায়ুদসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে স্বাগত জানাতে যাবেন না পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। গতকাল তিনি জানান অভিনন্দনকে স্বাগত জানাতে যাবেন। কিন্তু আজ এনডিটিভিকে তিনি জানান কেন্দ্রীয় সরকাররে তরফে কোনও খবর না আসায় পরিকল্পনা বাতিল করেছেন তিনি।
সন্ত্রাস মোকাবিলায় আমাদের একসঙ্গে লড়তে হবে, ওআইসি র সভায় দাবি করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
অভিন্দনকে ফেরাতে বায়ু সেনার বিমান পাঠাতে চাইলেও রাজি হয়নি পাকিস্তান: সূত্র