Read in English
This Article is From Mar 01, 2019

Live Update: অভিনন্দন বর্তমানের ঘরে ফেরায় উচ্ছ্বসিত গোটা দেশ

উইং কমান্ডর অভিনন্দন বর্তমানের  (Abhinandan Varthaman)  MiG 21 বুধবার সকালে পাকিস্তানের তরফ থেকে আসা হামলার জেরে ধ্বংস হয়ে যায়

Advertisement
অল ইন্ডিয়া

ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে (Abhinandan Varthaman) বুধবার বন্দি বানিয়েছিল পাকিস্তান

নিউ দিল্লি :

ভারতের প্রত্যার্পণ করা হল বুধবার পাকিস্তানের হাতে আটক হওয়া বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমান।সংবাদসংস্থা এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী, দুবার হস্তান্তরের সময় বদল করে পাকিস্তান।বিশেষ বিমানে অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে আনতে চেয়েছিল নয়াদিল্লি, যদিও তাতে অনুমতি মেলে নি।অভিনন্দন বর্তমানকে শান্তির পদক্ষেপ হিসাবেই ফিরিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছে পাকিস্তান।

উইং কমান্ডর অভিনন্দন বর্তমানের  (Abhinandan Varthaman)  MiG 21 বুধবার সকালে পাকিস্তানের তরফ থেকে আসা হামলার জেরে ধ্বংস হয়ে যায়।  তিনি গিয়ে পড়েন পাকিস্তানের মাটিতে। সেখান থেকেই তাকে পাকিস্তানী সেনারা আটক করে।  

বৃহস্পতিবার ইমরান খনা ভারত সরকারের কাছে ফোন করে।  কিন্তু ভারত সরকার তাকে সরাসরি জানিয়ে দিয়েছি যে, কোনো রকম শর্ত ছাড়াই দেশের হাতে তুলে দিতে হবে অভিনন্দনকে। ''এক্ষুনি সুরক্ষিত দেশে ফেরাতে হবে'' অভিনন্দনকে (Abhinandan Varthaman) , এমনি দাবি ছিল ভারতের তরফ থেকে। 

গত ১৪-ই ফেব্রুয়ারি জঙ্গি হামলার ফলে প্রাণ হারায় ভারতের ৪০-এর বেশি সেনা জওয়ান। তারই জেরে ভারতীয় বায়ু সেনা পাকিস্তানের নিয়ন্ত্রণ  রেখা অতিক্রম করে বোমা ফেলে আসে পাকিস্তানের মাটিতে, ধ্বংস হয়ে যায় যে জইশ-এ-মহম্মদের জঙ্গি ঘাঁটি। মারা গেছে ৩০০ জন জঙ্গি।  কিন্তু তারপর দুই দেশের মধ্যে শুরু হয় আকাশ পথে উত্তর দেওয়ার পালা। তার জেরেই ধ্বংস হয় MiG 21, যাতে ছিলেন অভিনন্দন  (Abhinandan Varthaman)। সারা দেশ আজ তাঁকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত।      


 এখানে দেখুন অভিনন্দনের ফিরে সমস্ত লাইভ আপডেট :

Mar 01, 2019 21:55 (IST)

ভারতের প্রত্যার্পণ করা হল বুধবার পাকিস্তানের হাতে আটক হওয়া বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানকে। সংবাদসংস্থা এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী, দুবার হস্তান্তরের সময় বদল করে পাকিস্তান।বিশেষ বিমানে অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে আনতে চেয়েছিল নয়াদিল্লি, যদিও তাতে অনুমতি মেলে নি। অভিনন্দন বর্তমানকে "শান্তির পদক্ষেপ" হিসাবেই ফিরিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছে পাকিস্তান।

Mar 01, 2019 20:53 (IST)
Mar 01, 2019 19:37 (IST)
Mar 01, 2019 19:19 (IST)
দেশে ফিরছেন অভিনন্দন, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এয়ার ফোর্সের বিবৃতি 
Mar 01, 2019 19:13 (IST)
পাকিস্তান সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ভারতের হাতে তুলে দেবে অভিনন্দনকে : সূত্র 
Advertisement
Mar 01, 2019 18:48 (IST)
জম্মু-কাশ্মীরের কুপোয়ারাতে এনকাউন্টারে জঙ্গির গুলিতে প্রাণ দিলেন ভারতের নিরাপত্তা বাহিনীর চার জওয়ান
Mar 01, 2019 18:47 (IST)
জম্মু কাশ্মীর: পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় বালাকোট, মেন্ডের এবং কৃষ্ণা ঘাঁটি সেক্টরে ক্রমাগত গুলি চালিয়ে যাচ্ছে।  
Mar 01, 2019 18:39 (IST)
অভিনন্দন'কে  অভিনন্দন জানাতে টুইট করলেন শাহরুখ খান।  বললেন, আপনাকে দেখে আমরা শক্তি পাচ্ছি। 
Mar 01, 2019 18:23 (IST)
অভিনন্দন যখন জানতে পেরেছিলেন যে, তিনি পাকিস্তানের মধ্যে ঢুকে পড়েছেন, তখন প্রথমে তিনি পালানোর চেষ্টা করেন। ব্যর্থ হওয়ার পুকুরে ঝাঁপ দেন ও নিজের পকেটে রাখা কিছু নথি নষ্ট করে দেওয়ার জন্য, তা পকেট থেকে বার করে খেয়ে ফেলেন।  

Mar 01, 2019 18:18 (IST)
কাগজ-কলমের কাজ চলছে, আর কিছুক্ষনের মধ্যেই দেশে চলে আসবেন অভিনন্দন  
Mar 01, 2019 18:07 (IST)
Mar 01, 2019 18:03 (IST)
বায়ুসেনা পাইলট দেশে ফিরে আসার পরেও ভারতীয় নিরাপত্তা বাহিনী সীমান্তে হাই এলার্ট জারি রাখবে।  
Mar 01, 2019 17:51 (IST)
 à¦¦à§‡à¦¶à§‡ ফিরছেন অভিনন্দন, ওয়াঘা বর্ডারে মানুষ আনন্দে মেতে উঠেছে
Mar 01, 2019 17:48 (IST)
সুরক্ষা বিভাগের তরফ থেকে অভিনন্দনকে স্বাগত জানানোর জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে 

পাকিস্তান ভারতের হাতে তুলে দিতে চলেছে অভিনন্দনকে , এই ঘটনার জেরে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সূত্র: ANI  
Mar 01, 2019 17:43 (IST)
Mar 01, 2019 17:35 (IST)
ভারতের প্রধানমন্ত্রী পাঁচ মিনিটের জন্যও নিজের জনসভা বাদ দিতে পারেন না।  আমার আর তার মধ্যে এটাই পার্থক্য: গান্ধী
Mar 01, 2019 17:31 (IST)
আর কিছুক্ষনের মধ্যেই মিডিয়ার কাছে বিবৃতি দেবেন এয়ার ভাইস মার্শাল রবি কাপুর 
Mar 01, 2019 17:26 (IST)
Mar 01, 2019 17:24 (IST)
বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অভিনন্দন বর্তমানের কাগজ-কলমের কাজ সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে।  
Mar 01, 2019 17:22 (IST)
 à¦¦à§‡à¦¶à§‡à¦° পতাকা হাতে নিয়ে ভারতের হিরো কখন দেশে ফিরবেন তার জন্য অপেক্ষা করছে বহু মানুষ।  




Advertisement