স্বাভাবিক ভাবেই বিমান পরিষেবা শুরু হয়েছে জম্মুতে(ছবি প্রতীকি)
শ্রীনগর: বুধবার বন্ধ করে থাকার পর বৃহস্পতিবার জম্মু ও শ্রীনগর বিমানবন্দর থেকে বাণিজ্যিক বিমান পরিষেবা শুরু হল।
শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরের এক আধিকারিক বলেন, “আজ সকালে সাতটি বাণিজ্যিক বিমান নেমেছে, এবং শ্রীনগর থেকে চারটি উড়ান নিয়েছে। সমস্ত বিমানই নির্ধারিত সময়ে চলছে”।
যুদ্ধবিমানের পাইলট হতে চান পড়ুন অভিনন্দন বর্তমানের পরামর্শ
জম্মু বিমানবন্দর থেকেও বিমান পরিষেবা চালু হয়েছে।গতকাল জম্মু-কাশ্মীর, পঞ্জাবের আকাশসীমা সিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় বায়ুসেনা।