ভারতীয় বায়ুসেনার (IAF) পাইলট অভিনন্দন বর্তমান
নিউ দিল্লি: 'শান্তি স্থাপনের উদ্দেশ্যে' পাকিস্তানের সরকার শুক্রবার ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান (Abhinandan Varthaman) রেহাই দেবে বলে জানিয়েছে। তবে ইতিমধ্যে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন যেভাবে শত্রু শিবিরেও নিজের সাহসের প্রদর্শন করেছেন, তাতে করে সারা দেশ তাকে নিয়ে মুগ্দ্ধ। পাকিস্তান সেনা (Pakistan Army)-দের তরফ থেকে যে ভিডিও ভাইরাল হয়েছে বলে মনও করা হচ্ছে, তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে, তার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে এবং চোখে কাপড় বাঁধা। কিন্তু তা সত্ত্বেও অভিনন্দন তাদের করা প্রতিটা প্রশ্নের জবাব একের পর এক শান্ত ভাবে দিয়ে যাচ্ছিল। এই রকম সময়তে তার নাম, সার্ভিস নম্বর, ধর্ম সম্পর্কে জানান তিনি, সেই সাথে এটাও বলেন যে,'এর থেকে বেশি কিছু আমি আপনাদের বলতে পারবে না।' যখন তাকে প্রশ্ন করা হচ্ছিল তখন তিনিও একটা প্রশ্ন করে বসেন, তিনি বলেন, ''আমি কি আপনাদের একটা প্রশ্ন করতে পারি? আমি কি এই মুহূর্তে পাকিস্তানি সেনাদের সাথে আছি?''
উইং কমান্ডারের মিগ ১২ বাইসন যখন শত্রুপক্ষের আক্রমনের উপযুক্ত জবাব দিচ্ছিল তখন (বুধবার) পাকিস্তানী বায়ু সেনা তা ধ্বংস করতে সক্ষম হয়। অভিনন্দন সুরক্ষিত থাকলেও, তিনি গিয়ে পড়েন পাকিস্তানের ভেতরে। যাতে করে পাকিস্তানী সৈন্যরা তাকে নিজেদের হেফাজত নিতে সক্ষম হয়। সোশ্যাল মিডিয়াতে আরও একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে, যাতে স্থানীয় লোকেরা তাকে ধরে মারছে, এমন দৃশ্য দেখা যাচ্ছে। এই ঘটনার সময় তাকে একটা পুকুরের মধ্যে দেখা যাচ্ছে, এরপর পাকিস্তানী সৈন্যরা তাকে নিয়ে চলে যায়।
যদিও জেনেভা সন্ধির কারণে, কয়েক মিনিটের মধ্যেই টুইটার থেকে এই ভিডিও সরিয়ে দেওয়া হয়। কারণ এই সন্ধি অনুসারে কোনো যুদ্ধ বন্দিকে কোনো রকম অসম্মানজনক অবস্থায় দেখানো যাবে না।
কয়েক ঘন্টা বাদে, পাকিস্তান সরকার ১.১৯ সেকেন্ডের আর একটি ভিডিও জারি করে। তাতে অভিনন্দনকে চা খেতে দেখা যাচ্ছিল, এই ভিডিওতে তার মুখ পরিষ্কার থাকলেও মুখে আঘাতের চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছিল, চোখ-মুখ ফোলা ছিল, কিন্তু তার ভেতরে ভয়ের কোনো লেশমাত্র দেখা যাচ্ছিল না। বেশির ভাগ প্রশ্নের একটাই জবাব শোনা গেছে, ''দুঃখিত, আমি এই প্রশ্নের উত্তর দিতে পাচ্ছি না।'' যখন তাকে পাকিস্তানী উইং কমান্ডার জিজ্ঞাসা করেন যে, ''আসা করি চা-টা আপনার ভালো লেগেছে।'' তার উত্তরে তিনি বলেন, ''অসাধারণ। ধন্যবাদ।''
শেষ ভিডিও-তে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ''আশা করছি , আপনার সাথে এখানে ভালো ব্যবহার করা হয়েছে।'' তার উত্তরে তিনি বলেন , ''হ্যাঁ আমার সাথে ভালো ব্যবহার করা হয়েছে। আমি দেশে ফিরে যাওয়ার পরেও নিজের বয়ান বদলাবা না। পাকিস্তানের সেনা আধিকারিকরা আমার সাথে ভালো ব্যবহার করেছে। একজন ক্যাপ্টেন আমাকে ভিড় ও সৈন্যদের হাত থেকে বাঁচায়। আমি আশা করব, আমাদের সেনারাও এমনি ব্যবহার করব, পাকিস্তানী সৈন্যদের দেখে আমি খুবই প্রবাহিত।''