Read in English
This Article is From Apr 17, 2020

ট্যাঙ্ক-বিধ্বংসী আপাচে কপ্টারের জরুরি অবতরণ, নিরাপদ দুই পাইলট

এই আপাচে কপ্টার মার্কিন বায়ুসেনাকে একসময় নানাভাবে সাহায্য করেছে। বিশ্বের অন্যতম আধুনিক কপ্টার হিসেবে খ্যাতি আছে এই আপাচের। 

Advertisement
অল ইন্ডিয়া Edited by

শত্রুশিবির ধ্বংসে দক্ষতার নিরিখে বিশ্বের অন্যতম প্রথমসারির যুদ্ধ-কপ্টার এই আপাচে।

Highlights

  • পঞ্জাবের হোশিয়ারপুরে জরুরি অবতরণ আপাচে কপ্টারের
  • নিরাপদ ও অক্ষত সেই কপ্টার-সহ দুই পাইলট
  • মোট ২২টি এই কপ্টারের বরাত দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক
নয়া দিল্লি :

আপাচের একদম নতুন অর্থাৎ ব্র্যান্ড নিউ যুদ্ধকপ্টার (IAF's Apache Chopper) শুক্রবার জরুরি অবতরণ করল পাঞ্জাবে। জানা গিয়েছে, সে রাজ্যের হোশিয়ারপুর জেলার (Landing in Punjab)  এক ক্ষেতে অবতরণ করতে বাধ্য হয় এই কপ্টার। কপ্টারের দুজন পাইলট নিরাপদ। জেলা পুলিশ পাঠানকোটে অবস্থিত বায়ুসেনার শিবিরের সঙ্গে যোগাযোগ করেছে। সেই যুদ্ধ-কপ্টার অক্ষত আছে। এদিন জানিয়েছে জেলা পুলিশের এক সূত্র। মার্কিন প্রযুক্তিতে তৈরি এই আপাচে, সামরিক বাহিনীর কাছে ট্যাঙ্ক-বিধ্বংসী কপ্টার নামে জনপ্রিয়। ইন্দো-মার্কিন দ্বিপাক্ষিক ১.১ বিলিয়ন ডলারের সামরিক চুক্তি মেনে এই কপ্টার রফতানি করা হয়েছে ভারতকে। জানা গিয়েছে, মোট ২২টি কপ্টার বায়ুসেনার সামরিক ভাণ্ডারের সদস্য হবে। প্রথম পর্যায়ে কয়েকটি কপ্টার গত সেপ্টেম্বরে হাতে পেয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। 

প্রধানমন্ত্রী মোদির জন্যে বারান্দায় দাঁড়িয়ে নিজের লেখা গান গাইলেন যুবক, ভাইরাল সেই ভিডিও

এই আপাচে কপ্টার মার্কিন বায়ুসেনাকে একসময় নানাভাবে সাহায্য করেছে। বিশ্বের অন্যতম আধুনিক কপ্টার হিসেবে খ্যাতি আছে এই আপাচের। 

Advertisement