Read in English
This Article is From Jul 09, 2020

আইসিএসই দশম এবং দ্বাদশের রেজাল্ট শুক্রবার বিকেল তিনটে: বোর্ড

সিআইএসসিই সূত্রে বৃহস্পতিবার স্পষ্ট করা হয়েছে। বোর্ডের ওয়েবসাইটেও উল্লেখ রয়েছে ফল প্রকাশের খবর

Advertisement
Education Edited by

ফাইল ছবি।

আইসিএসই এবং আইসিএস'র রেজাল্ট শুক্রবার বিকাল তিনটের সময় প্রকাশিত হবে। সিআইএসসিই (CISCE) সূত্রে বৃহস্পতিবার স্পষ্ট করা হয়েছে। বোর্ডের ওয়েবসাইটেও উল্লেখ রয়েছে ফল প্রকাশের খবর। দশম শ্রেণী   অর্থাৎ আইসিএসই এবং দ্বাদশ শ্রেণী অর্থাৎ আইসিএস'র ফল একই দিনে ঘোষণা করা হবে। জানা গিয়েছে, বোর্ডের কেন্দ্রীয় পোর্টাল আর এসএমএস-এর মাধ্যমেও ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। সিআইএসসিই 'র অধীনস্ত স্কুলগুলি কেরিয়ার পোর্টালে লগইন করে রেজাল্ট ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে ব্যবহার করতে হবে স্কুল প্রিন্সিপালের আইডি এবং পাসওয়ার্ড।

পাশাপাশি অফিসিয়াল ওয়েবসাইট 'cisce.org' এবং 'results.cisce.org'-ক্লিক করে ফল দেখতে পারবেন অভিভাবকরা। রেজাল্ট পেতে পরীক্ষার্থীদের ইউনিক আইডি নম্বর-সহ ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে মেসেজ করতে হবে। লিখতে হবে: ICSE/ISC (Unique ID)। এদিকে, সিবিএসই'র রেজাল্ট ঘিরে একটা বিভ্রান্তি ছড়িয়েছিল। চলতি সপ্তাহই রেজাল্ট। এমন খবর প্রকাশ হয়েছিল। কিন্তু সেই খবরের কোনও ভিত্তি নেই। এদিন জানিয়েছে সেই পরীক্ষা নিয়ামক বোর্ড বা সিবিএসই। 

Advertisement