কলকাতা: রাজনৈতিকমহলে এই কথা প্রায় সর্বজনগ্রাহ্য যে, বিতর্কিত মন্তব্য করায় তাঁর জুড়ি মেলা ভার। নিজে বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করে বিতর্কেও জড়িয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসের সেই নেতা ও সাংসদ ইদ্রিশ আলি শুক্রবার বললেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ভারতরত্ন' দেওয়া উচিত।
ইদ্রিশ আলির দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ই এই মুহূর্তে অখণ্ড ভারতীয়ত্বের প্রতীক। সংবাদসংস্থা এএনআইকে ইদ্রিশ আলি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় ঐক্য ও বিকাশের প্রতীক। তিনি সর্বধর্মসমন্বয় এবং উন্নয়নেরও প্রতীক। তাঁর তুলনা একমাত্র তিনি নিজেই। তিনি অনন্যা। আমি মনে করি, তাঁকে ‘ভারতরত্ন' উপাধিতে ভূষিত করা উচিত”।
এর আগেই কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থক মমতাকে সরস্বতী এবং মাদার টেরেজার সঙ্গে তুলনা করেছিলেন। তারও আগে বেশ কয়েকজন তৃণমূল নেতা একাধিকবার বলেছিলেন, রাজ্যের সমস্ত ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙানো উচিত।