This Article is From Nov 22, 2018

ভৌগোলিক আয়তনের দিক দিয়ে দিল্লির পর দেশের বৃহত্তম শহর হতে পারে চেন্নাই

ভৌগলিক আয়তনের ভিত্তিতে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর হতে চলেছে চেন্নাই। প্রথম স্থানে রয়েছে দিল্লি।

ভৌগোলিক আয়তনের দিক দিয়ে দিল্লির পর দেশের বৃহত্তম শহর হতে পারে চেন্নাই
চেন্নাই:

ভৌগলিক আয়তনের ভিত্তিতে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর হতে চলেছে চেন্নাই। প্রথম স্থানে রয়েছে দিল্লি। বৃহস্পতিবার এই বিষয়ে গবেষণা সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ করেছে দ্য মাইলাপোর ইন্সটিটিউট ফর পলিসি রিসার্চ। চেন্নাইয় শহরের ভৌগলিক মানচিত্র যদি প্রস্তাবমতো বাড়ানো হয়, তাহলে তার মোট ক্ষেত্রফল হবে ৮,৮৭৮ বর্গ কিলোমিটার।  যার ভিতর থাকবে পুরো কাঞ্চীপুরম, থিরুভাল্লুর এবং আরাক্কোনাম ও ভেলোর জেলার নেমিলি তালুকের একাংশ। 

মেয়র পদ ছাড়লেন শোভন, শহরের নতুন মহানাগরিক হলেন ববি হাকিম

দ্য মাইলাপোর ইন্সটিটিউট ফর পলিসি রিসার্চের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়, "যদি প্রস্তাবিত পদ্ধতিতেই এই শহরের মানচিত্রটি বাড়ানো হয়, তাহলে একমাত্র দেশের রাজধানীই থাকবে চেন্নাইয়ের আগে। দিল্লির মানচিত্রের মোট ক্ষেত্রফল ৫৩,৮১৭ বর্গ কিলোমিটার"। 

এই মুহূর্তে চেন্নাইয়ের মোট ক্ষেত্রফল ১,১৮৯ বর্গ কিলোমিটার। মুম্বাইয়ের মোট ক্ষেত্রফল ৪,৩৫৪ বর্গ কিলোমিটার। হায়দরাবাদের মোট ক্ষেত্রফল ৭,১০০ বর্গ কিলোমিটার এবং বেঙ্গালুরুর মোট ক্ষেত্রফল ৮,০০৫ কিলোমিটার।

আরও খবর পড়ুন এখানে



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.