Read in English
This Article is From Feb 22, 2019

ভারত পূর্ব দিকের তিনটি নদীর জল বন্ধ করে দিলে কিছু যায় আসে না: পাকিস্তান

কাশ্মীরে জঙ্গি হামলার পর পাকিস্তানে জল সরবরাহ  না করার কথা ভাবছে মোদি সরকার।বিভাগীয়  মন্ত্রী নিতিন গড়করি  জানিয়েছেন পাকিস্তানের বদলে নদীর গতিপথ ঘুরিয়ে জল কাশ্মীরের বাসিন্দাদের দেওয়া  হবে।

Advertisement
অল ইন্ডিয়া

ইতিমধ্যেই  পাকিস্তানকে দেওয়া বিশেষ আর্থিক তকমা ফিরিয়ে নিয়েছে  ভারত

Highlights

  • জঙ্গি হামলার পর পাকিস্থানে জল সরবরাহ না করার কথা ভাবছে কেন্দ্র
  • পূর্ব দিকের তিনটি নদীর জলপথ পরিবর্তন করা হবেঃ নিতিন গড়করি
  • ইতিমধ্যেই পাকিস্তানকে দেওয়া বিশেষ আর্থিক তকমা ফিরিয়ে নিয়েছে ভারত
ইসলামাবাদ :

কাশ্মীরে জঙ্গি হামলার পর পাকিস্তানে জল সরবরাহ না করার কথা ভাবছে মোদি সরকার।বিভাগীয় মন্ত্রী নিতিন গড়করি জানিয়েছেন পাকিস্তানের বদলে নদীর গতিপথ ঘুরিয়ে জল কাশ্মীরের বাসিন্দাদের দেওয়া  হবে।  এবার এ নিয়ে প্রতিক্রিয়া দিল পাকিস্তান।  তারা জানাল তিনটি  নদীর জল যদি ভারত না দেয় তাতে তাদের কিছু যায় আসে না ।  তবে কেন্দ্রীয় সরকারের  তরফে জানন হয়েছে  এটা  নতুন কোনও সিদ্ধান্ত নয়,  উড়ি হামলার পরই  এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ইতিমধ্যেই  পাকিস্তানকে দেওয়া বিশেষ আর্থিক তকমা ফিরিয়ে নিয়েছে  ভারত। তাছাড়া আন্তর্জাতিক স্তরেও পাকিস্তানকে চাপে রাখা হচ্ছে। ডন সংবাদপত্রকে পাক সরকারের জল সম্পদ মন্ত্রকের সচিব  খাওয়াজা  শুমিল  জানান, ইন্দাস জলচুক্তি অনুসারে ভারত  আমাদের জল নাও দিতে  পারে  এ নিয়ে  আমাদের কিছু বলা হয়নি।  পূর্ব দিকের নদীর জল  নিয়ে  আমাদের কিছু বলার নেই, তবে পশ্চিম দিকের নদীর জল নিয়ে  অন্য কোনও কিছু করতে চাইলে আমরা সরকারি ভাবে  প্রতিবাদ করব।

জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জইশ-ই-মহম্মদ জঙ্গির আত্মঘাতী বোমা হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের শহিদ হওয়ার ঘটনার পর পাকিস্তানে জল সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত, বৃহস্পতিবার ট্যুইট করে একথা জানান কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। ট্যুইটে তিনি লেখেন, “পাকিস্তানে জল যাওয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমাদের সরকার।পূর্বের নদীর জলের দিক পরিবর্তন করে দিয়ে তা জম্মু কাশ্মীরের বাসিন্দাদের দেওয়া হবে”।

Advertisement