This Article is From Dec 27, 2019

রাহুল গান্ধিকে ‘‘২০১৯-এর বৃহত্তম মিথ্যাবাদী’’ বলল বিজেপি

রাহুলকে ‘‘২০১৯ সালের বৃহত্তম মিথ্যাবাদী’’ বলে উল্লেখ করল গেরুয়া শিবির। দাবি করা হল তিনি নিজের পরিবার ও দলকে বিড়ম্বনায় ফেলেছেন। 

রাহুল গান্ধিকে ‘‘২০১৯-এর বৃহত্তম মিথ্যাবাদী’’ বলল বিজেপি

এনপিআরকে ‘‘গরিবের উপরে চাপানো কর’’ বলে উল্লেখ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

নয়াদিল্লি:

এনপিআরকে ‘‘গরিবের উপরে চাপানো কর'' বলে উল্লেখ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা আক্রমণ করল বিজেপি। রাহুলকে ‘‘২০১৯ সালের বৃহত্তম মিথ্যাবাদী'' বলে উল্লেখ করল গেরুয়া শিবির। দাবি করা হল তিনি নিজের পরিবার ও দলকে বিড়ম্বনায় ফেলেছেন। বর্ষীয়ান বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর কংগ্রেসকে দায়ী করে বলেন, কংগ্রেস দেশে অস্থিরতা তৈরি করতে চাইছে। পাশাপাশি তিনি দাবি করেন, দেশের মানুষ নতুন নাগরিকত্ব আইন ও এনপিআরকে সমর্থন করছে। তিনি বলেন, ‘‘এনপিআরের সঙ্গে কোনও অর্থনৈতিক লেনদেনের ব্যাপার নেই। এবং এর তথ্য ব্যবহৃত হয় গরিবদের চিহ্নিত করতে, যার সাহায্যে সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলি এই মানুষগুলির কাছে পৌঁছয়।''

তিনি আরও বলেন, ‘‘যখন রাহুল গান্ধি কংগ্রেস সভাপতি ছিলেন, তিনি যা ইচ্ছে বলতে পারতেন এবং সব সময়ই মিথ্যা বলতেন। এখন তিনি সভাপতি না হলেও মিথ্যা বলাটা চালিয়ে যাচ্ছেন। যদি বছরের সেরা মিথ্যেবাদীর কোনও ক্যাটিগরি থাকত উনিই এর প্রাপক হতেন। তাঁর কথায় তাঁর পরিবার অস্বস্তিতে পড়ে। এবার তিনি দেশ ও তাঁর দলতে বিড়ম্বনায় ফেলতে মিথ্যা বলছেন।''

‘‘এনপিআর ও এনআরসি গরিবদের উপরে চাপানো কর'': কেন্দ্রকে আক্রমণ রাহুল গান্ধির

এর আগে এদিন রাহুল গান্ধি দাবি করেন, এনপিআর (NPR) ও এনআরসি (NRC) হল ‘‘গরিব মানুষদের উপরে চাপানো কর।'' তিনি বলেন, ‘‘এনআরসি, এনপিআর এসব গরিব মানুষদের কর। নোটবন্দিও গরিব মানুষদের উপরে কর ছিল। ব্যাঙ্কে যান, আপনি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না। এটাও তেমনই। আধিকারিকদের ঘুষ দিন, আপনার নথি নিন।''

উত্তরপ্রদেশে ধরপাকড়, "উস্কানিমূলক" পোস্ট করে গ্রেফতার ১২৪, নজরে ১৯ হাজার অ্যাকাউন্ট

তিনি আরও বলেন, ‘‘গরিব মানুষকে আধিকারিকদের কাছে যেতে এবং নিজেদের নথি দেখিয়ে ঘুষ দিতে হবে। যদি তাঁদের নামের বানানে সামান্য ভুলও থাকে, তার জন্য তাঁদের ঘুষ দিতে হবে। গরিবদের পকেট থেকে কোটি কোটি টাকা এভাবে তুলে আনা হবে ও সেই ১৫ জন লোককে দেওয়া হবে। এটাই সত্যি। এটা মানুষের উপরে আক্রমণ।''

সেই সঙ্গে তিনি আরও বলেন, ‘‘কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটা বুঝতে পারছেন না। এবং দেশের সময় নষ্ট করা হচ্ছে।''

প্রসঙ্গত, সপ্তাহের গোড়ায় ঘোষিত এনপিআরকে অনেকেই এনআরসির প্রথম ধাপ বলে দেখছেন। নতুন নাগরিকত্ব আইন ও প্রস্তাবিত এনআরসির প্রতিবাদে সারা দেশ জুড়ে বিভিন্ন অঞ্চলে চলছে প্রতিবাদ।

.