This Article is From Nov 09, 2018

তেলেঙ্গানায় আমরা জিতলে হায়দরাবাদের নাম হবে ভাগ্যনগর, বললেন বিজেপি বিধায়ক

এই নামবদলের প্রক্রিয়ার মধ্যে উগ্র হিন্দুত্ববাদী প্রচেষ্টাটি যে প্রবলভাবে প্রতিফলিত, তা মনে করছে দেশের রাজনৈতিকমহল

তেলেঙ্গানায় আমরা জিতলে হায়দরাবাদের নাম হবে ভাগ্যনগর, বললেন বিজেপি বিধায়ক

সম্প্রতি বহু স্টেশন ও শহরের নাম বদলে গিয়েছে দেশের বিভিন্ন স্থানে।

হায়দরাবাদ:

বিজেপি ক্ষমতায় এলে হায়দরাবাদের নাম বদলে ‘ভাগ্যনগর' করে দেওয়া হবে। গোসামহল বিধানসভা কেন্দ্রের প্রার্থী রাজা সিংহ এই কথা বলার পর আরও জানান যে, বিজেপি ক্ষমতায় এলে বদলে যাবে সেকেন্দ্রাবাদ ও করিমনগরের নামও। তিনি বলেন, “এর আগে হায়দরাবাদের নাম ভাগ্যনগরই ছিল। ১৫৯০ সালে কুতুব শাহ এসে নামটা বদলে দিলেন। আমরা ক্ষমতায় এলে সেই পুরনো নামটিই ফিরিয়ে আনব”। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, “তেলেঙ্গানাতে বিজেপিই সংখ্যাগরিষ্ঠতা পাবে। আমাদের তার ঠিক পরবর্তী লক্ষ্য হল হায়দরাবাদের নাম পরিবর্তন করে ভাগ্যনগর করা। আমরা ঠিক একইভাবে বদলে দেব সেকেন্দ্রাবাদ ও করিমনগরের নাম”।

তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন হবে আগামী ৭ ডিসেম্বর।

রাজা সিংহ জানান, মুঘল এবং নিজামরা যে যে নামগুলো দিয়েছিল, তা সম্পূর্ণ বদলে ফেলা হবে তাঁরা ক্ষমতায় এলে। সংশ্লিষ্ট জায়গাগুলির নাম তাঁদের নামেই রাখা হবে যাঁরা দেশ এবং তেলেঙ্গানা প্রদেশের জন্য লড়াই করেছিলেন। গুজরাটের উপমুখ্যমন্ত্রী নীতিন পটেল একদিন আগেই জানিয়েছিলেন, আহমেদাবাদের নাম পরিবর্তন করে তিনি কর্ণাবতী রাখতে চান। রাজা সিংহের বিবৃতি এল ঠিক তার পরেই।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার ঘোষণা করেছিলেন যে, ফৈজাবাদের নতুন নাম হবে অযোধ্যা।

শুধু ফৈজাবাদই নয়। উত্তরপ্রদেশ সরকার এলাহাবাদেরও নাম বদলে প্রয়াগরাজ করে দিয়েছে কয়েকদিন আগেই।

এই নামবদলের প্রক্রিয়ার মধ্যে উগ্র হিন্দুত্ববাদী প্রচেষ্টাটি যে প্রবলভাবে প্রতিফলিত, তা মনে করছে দেশের রাজনৈতিকমহল।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.