This Article is From Aug 19, 2020

জাতীয় শিক্ষা নীতি ২০২০: খড়গপুর আইআইটি চালু করলো ক্লাসিকাল ডান্স একাডেমি

এই প্রতিষ্ঠানের প্রাক্তনী হিসেবে ড. কিরণ শেঠ, মুকুন্দ পদ্মনাভন গোটা বিষয়ের তদারকি করবেন

Advertisement
Education Edited by

ফাইল ছবি।

কলকাতা/খড়গপুর:

ক্লাসিকাল ও লোকশিল্পের একাডেমির সূচনা করলো আইআইটি-খড়গপুর। প্রতিষ্ঠানের মুখপাত্রের দফতর সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। এই একাডেমিতে সঙ্গীত, ফাইন আর্টসে প্রশিক্ষণ দেওয়া হবে। নতুন শিক্ষা নীতির সূত্র ধরে এই একাডেমির সূচনা। এমনটাই জানিয়েছে আইআইটি খড়গপুর। শাস্ত্রীয় সঙ্গীতের পরিচিত মুখ পণ্ডিত অজয় চক্রবর্তী ১০০ লাখ বিভাগের প্রধান হিসেবে কার্যভার সামলাবেন। শাস্ত্রীয় সঙ্গীত ও বিজ্ঞানকে একসূত্রে বাঁধতে এই উদ্যোগ। একটি প্রতিষ্ঠানের কাছে গুরুত্বপূর্ণ পড়ুয়া, শিক্ষা-শিক্ষাকর্মীদের মধ্যে সার্বিক উন্নয়নের স্বার্থে এই উদ্যোগ। তাই একাডেমি অফ ক্লাসিকাল আর লোকশিল্পী এই উদ্যোগের প্রাথমিক ধাপ। এমনটাই বলেন প্রতিষ্ঠাধরে অধিকর্তা অধ্যাপক ভিকে তেওয়ারি। সহ-অধিকর্তা এসকে ভট্টাচার্য বলেছেন, "পণ্ডিত অজয় চক্রবর্তী লেকচারার হিসেবে কাজ করবেন।"

এই প্রতিষ্ঠানের প্রাক্তনী হিসেবে ড. কিরণ শেঠ, মুকুন্দ পদ্মনাভন গোটা বিষয়ের তদারকি করবেন।
 

Advertisement


 

Advertisement