This Article is From Nov 16, 2018

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার পরিধি বাড়াবে আইআইটি খড়গপুর

কয়লার জ্বালানির সাহায্যে রান্না করলে পরিবেশের ক্ষতি  হয়। তাছাড়া যিনি রান্না করতে বসছেন তাঁকেও পড়তে  হয় শারীরিক জটিলতায়।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার পরিধি বাড়াবে আইআইটি খড়গপুর

 খুব সাধারণ কয়েকটি মাপকাঠিকে সামনে রেখেই কাজ করবে এই ব্যবস্থা।

হাইলাইটস

  • কয়লার জ্বালানির সাহায্যে রান্না করলে পরিবেশের ক্ষতি হয়
  • রান্নার গ্যাসের সংযোগ পৌঁছে দিতেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা শুরু হয়
  • এই পরিষেবার পরিধি আরও বাড়াবে আইআইটি খড়গপুর
কলকাতা:

কয়লার জ্বালানির সাহায্যে রান্না করলে পরিবেশের ক্ষতি  হয়। তাছাড়া যিনি রান্না করতে বসছেন তাঁকেও পড়তে  হয় শারীরিক জটিলতায়। তাই ঘরে ঘরে রান্নার গ্যাসের  সংযোগ পৌঁছে দিতেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা শুরু করে কেন্দ্র। দেশে বা বিদেশের একাধিক সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারে বারে এই প্রকল্পের সাফল্যের কথা তুলে  ধরেন। এবার  সেই কাজে আরও গতি আনবে আইআইটি  খড়গপুরের একটি প্রকল্প। প্রকল্প না  বলে অবশ্য কম্পিউটার প্রোগ্রামিং বলাই শ্রেয় হবে। এই ব্যবস্থাপনা বলে দেবে ঠিক কোন পথ অনুসরণ  করলে আরও ভাল  ফল পাওয়া যাবে। মানে  এই ব্যবস্থাপনা বলে  দেবে  ঠিক কী ধরনের নীতি নিলে  অনেক বেশি  মানুষের কাছে  পৌঁছে  যাওয়া  সম্ভব হবে।   

পঠনপাঠন ও গবেষণার পরিধি বাড়াতে ফরাসি সংস্থার সঙ্গে গাঁটছড়া বাধল আইআইটি খড়গপুর

 খুব সাধারণ কয়েকটি মাপকাঠিকে সামনে রেখেই কাজ করবে এই ব্যবস্থা। আর এরকম প্রোগ্রামিংয়ের কাজ আগে  কখনও হয়নি। জানা গিয়েছে  ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং  বিভাগের গবেষক মনোজকুমার তিওয়ারির নেতৃত্বে কয়েকজন এই কাজ করেছেন।

2016 সালে  শুরু হয়  প্রধানমন্ত্রী  উজ্জ্বলা যোজনা। এ পর্যন্ত পাঁচ কোটি গৃস্থের বাড়িতে গ্যাসের  সংযোগ পৌঁছে  গিয়েছে। এটাকেই আরও  বাড়াতে  সাহায্য করেব  নতুন এই প্রোগামিং।         

.