தமிழில் படிக்க Read in English
This Article is From Jan 02, 2019

হোস্টেলে উদ্ধার মাদ্রাজ আইআইটির গবেষকের ঝুলন্ত দেহ

হোস্টেলের ঘর থেকে রঞ্জনা কুমারী নামে মৃত গবেষকের কোনও সুুইসাইড নোট উদ্ধার হয় নি বলে জানিয়েছে পুলিশ। গত কয়েক বছরে এই প্রতিষ্ঠানে বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনা ঘটে।

Advertisement
অল ইন্ডিয়া

গত কয়েক বছরে এই প্রতিষ্ঠানে বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনা ঘটেছে

চেন্নাই:

মাদ্রাজ আইআইটির হোস্টেলেের ঘর থেকে তরুণী গবেষকের ঝুলন্ত দেহ উদ্ধার। ঝাড়খণ্ডের রঞ্জনা কুমারী মেটার্লাজিতে নিয়ে গবেষণা করতেন। সবরমতী হোস্টেলের যে রুমে তিনি থাকতেন, সেখানে কোনও সুইসাইড নোট পাওয়া যায় নি বলে জানিয়েছে পুলিশ।

রাফাল বিতর্কঃ আগের রায় খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টে আবেদন করলেন দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

ঐতিহ্যপূর্ণ এই শিক্ষাপ্রতিষ্ঠানে গত কয়েকবছরে বেশ কতগুলি আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত বছরের সেপ্টেম্বরে মালাপ্পুরমের সাহাউল কোরনাথের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আইআইটি মাদ্রাজে নাভাল আর্কিট্রেকচারে ডুয়েল ডিগ্রি প্রোগামে ছিলেন তিনি। সেই ঘটনাতেও কোনও সুইসাইড নোট উদ্ধার করা যায় নি।

কেরালার শবরীমালায় প্রবেশ করে ইতিহাস গড়লেন দুই মহিলা, 'শুদ্ধিকরণের' জন্য বন্ধ মন্দির

Advertisement

২০১৬-এর জুলাইয়ে  হোস্টেল রুম থেকে এক গবেষক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেদিনই এক অধ্যাপকের স্ত্রীয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দুজনেরই শিশু সন্তান রয়েছে।

Advertisement