தமிழில் படிக்க Read in English
This Article is From Jan 25, 2019

“আমি তাঁর সঙ্গে লড়াই করব, কিন্তু তাঁকে ঘৃণা করি না” প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য রাহুল গান্ধীর

Advertisement
অল ইন্ডিয়া (with inputs from ANI)

রাহুল গান্ধী বলেন, মন্ত্রিসভা নিয়ন্ত্রিত হয় আরএসএসের দ্বারা

ভুবনেশ্বর:

প্রায় প্রতিদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানান রাহুল গান্ধী, দিনে দুবার করে আক্রমণও করেন।শুক্রবার তিনি স্পষ্ট করে দিলেন, তিনি তাঁর বিরুদ্ধে লড়বেন, কিন্তু ঘৃণা করেন না তাঁকে। “আমি বুঝে পারছি তিনি আমার সঙ্গে ভিন্নমত, এবং আমি তাঁর সঙ্গে, আমি তাঁর সঙ্গে লড়াই করব, চেষ্টা করব এবং নিশ্চিত করব, তিনি প্রধানমন্ত্রী নন, কিন্তু আমি তাঁকে ঘৃনা করি না। আমি তাঁকে তাঁর মত পোষণের স্বাধীনতা দিচ্ছি”।

ভুবনেশ্বরে “ওড়িশা ডায়ালগে” একথা বলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

দেশের কয়েক কোটি মানুষের কাছে পৌঁছে যাবে প্রধানমন্ত্রীর লেখা ব্যক্তিগত চিঠি

Advertisement

তিনি বলেন, আমি নরেন্দ্র মোদীকে দেখি, যখন তিনি আমায় অপমান করেন, আমারা তাঁকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। পাশাপাশি কংগ্রেস সভাপতি আরও বলেন, কংগ্রেসের প্রতি তিনি অসন্তুষ্ট, আমি সেটা বুঝি, কিন্তু আমাদের তাঁর ওপর কোনও রাগ নেই। এটাই আমাদের বৈশিষ্ট, আমারা মানুষকে ঘৃণা করি না”।

শবরীমালা নিয়ে পোস্টের জেরে জাতীয় পুরস্কারজয়ী পরিচালকের গায়ে গোবরজল ছুঁড়ল ডানপন্থীরা

Advertisement

গত জুলাইয়ে লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরেছিলেন রাহুল গান্ধী। এরপর লোকসভায় উপস্থিত জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ইশারা করার ঘটনা তুলে ধরে কংগ্রেস সভাপতির বিরুদ্ধে তোপ দেগেছিল কংগ্রেস।পুরো বিষয়টিকে দ্বিচারিতা বলে মন্তব্য করেছিল বিজেপি।

রাহুল একা সামলাতে পারছেন না বলেই বোনের সাহায্য প্রয়োজন হচ্ছেঃ স্পিকার

Advertisement

বিজেপি ও আরএসএস-এর থেকে পাওয়া “অপমান” তাঁর কাছে “সবচেয়ে বড় উপহার” বলে মন্তব্য করেন রাহুল গান্ধী।

তিনি বলেন, “সবচেয়ে ভাল হল এই যে, বিজেপি ও আরএসএসের থেকে আমি যে অপমান পেয়েছি, আমার কাছে তা সবচেয়ে বড় উপহার”।

Advertisement

কংগ্রেস সভাপতি আরও বলেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের সব জায়গায় আরএসএসের ছাপ স্পষ্ট, তারা দেশের সব প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে চাইছে।

Advertisement